ETV Bharat / bharat

Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ নামল 6 হাজারে, কমেছে মৃত্যুও

author img

By

Published : Mar 3, 2022, 10:39 AM IST

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

দেশে করোনা সংক্রমণ এখন নিম্নমুখী ৷ গতকাল প্রকাশিত রিপোর্টে করোনার দৈনিক সংক্রমণ ছিল 7 হাজার ৷ আজকের রিপোর্ট অনুযায়ী তা প্রায় 1 হাজার কমল (Corona Update in India) ৷

নয়াদিল্লি, 3 মার্চ : স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 6 হাজার 561 জন ৷ তাই কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 554 (India reports 6561 new COVID cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 29 লক্ষ 45 হাজার 160 জন করোনা সংক্রামিত হলেন ৷

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের (COVID 19 cases in india) দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 142 জন ৷ বুধবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 223 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 5 লক্ষ 14 হাজার 388 জনের ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : দ্বিতীয় ঢেউ পরবর্তী সময়ে প্রথম মৃত্যুহীন দিন দেখল বাংলা

করোনা সংক্রমণের দৈনিক হার (Daily positivity rate) 0.74 শতাংশ ৷ অ্যাক্টিভ রোগীর সংখ্যা (Active cases) 77 হাজার 152 ৷ যা মোট সংক্রমণের 0.18 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 14 হাজার 947 জন ৷ সুস্থতার হার 98.62 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 23 লক্ষ 53 হাজার 620 জন ৷ এখনও পর্যন্ত দেশে 178 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.