ETV Bharat / bharat

Corona Update in India : ঊর্ধ্বমুখী সংক্রমণ, দেশে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা

author img

By

Published : Apr 28, 2022, 9:47 AM IST

তীব্র গরমের পাশাপাশি মানুষের চিন্তা বৃদ্ধিতে দোসর ফের করোনার বাড়বৃদ্ধি (Corona Update in India) ৷ তবে গরমের চোটে মুখে মাস্ক রাখতে কষ্ট হলেও নিজের ও পরিবারের কথা ভেবে রাস্তায় বেরোলে এখনও মাস্ক অবশ্যই পড়তে বলছেন ডাক্তার ও বিশেষজ্ঞরা ৷ অভ্যাস নষ্ট হয়ে গেলে মুশকিল ৷ মারণ ভাইরাস যখন তখন ফের ভয়ানক আকার নিতে পারে ৷

COVID in India
দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ

নয়াদিল্লি, 28 এপ্রিল : দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ তবে খুব সামান্য বেড়েছে মৃতের সংখ্যা ৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রামিত হয়েছেন 3 হাজার 303 জন (India reports 3303 new COVID19 cases in last 24 hours) ৷ বুধবার যা ছিল 2 হাজার 927 জন ৷ মৃতের সংখ্যা 32 থেকে সামান্য বেড়ে 39 হয়েছে ৷

যদিও খানিক স্বস্তির খবর, রাজধানীতে কমেছে সংক্রমণের সংখ্যা । তবে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, না-হলে 500 টাকা জরিমানা দিতে হবে ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 23 হাজার 693 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) বেড়ে 16 হাজার 980 তে দাঁড়িয়েছে ৷ বুধবার যা ছিল 16 হাজার 279 ৷

বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 হাজার 563 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 2 হাজার 252 জন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 28 হাজার 126 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷ দেশে প্রায় 188 কোটি 40 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : LIC IPO Price Value : প্রতি শেয়ারের মূল্য 902-949 টাকা, এলআইসি আইপিও-র বিডিং শুরু 4মে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.