ETV Bharat / bharat

Corona Update India : আরও কমল দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী চার লাখের নিচে

author img

By

Published : Sep 7, 2021, 9:50 AM IST

Updated : Sep 7, 2021, 11:10 AM IST

নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 31 হাজার 222 জন ৷ কিছুটা হলেও স্বস্তি দিয়ে করোনা সংক্রমণ আজ নিম্নমুখী ৷

ভারতে করোনাসংক্রমণ
ভারতে করোনাসংক্রমণ

নয়া দিল্লি, 7 সেপ্টেম্বর : আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী দেশে নতুন করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 31 হাজার 222 জন ৷ যা গতকালের তুলনায় কিছুটা কম ৷ রবিবার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 38 হাজার 948 জন ৷

সুস্থ রোগীর সংখ্যা 42 হাজার 942 জন ৷ সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে ৷ আজ পর্যন্ত মোট 3 কোটি 22 লক্ষ 24 হাজার 937 জন সুস্থ হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 290 জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) ৷ মৃত্যুর হার 1.33 % ৷ রবিবার মৃত্যু হয়েছিল 219 জনের ৷ সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা চার লাখের নিচে নামল ৷ বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 3 লক্ষ 92 হাজার 864 জন ৷ সক্রিয় সংক্রমণের হার 1.19% ৷

যে সব রাজ্যে সংক্রমণের সংখ্যা বেড়েছে

মহারাষ্ট্র - 3 হাজার 626 জন

কেরালা - 19 হাজার 688 জন

তামিলনাড়ু - 1 হাজার 556 জন

মিজোরাম - 1 হাজার 468 জন

কর্নাটক - 973 জন

অন্ধ্রপ্রদেশ - 739 জন

অসম - 636 জন

পশ্চিমবঙ্গ - 505 জন

তেলেঙ্গানা - 301 জন

দিল্লি - 32 জন

উত্তর প্রদেশ - 12 জন

শুধুমাত্র 6 সেপ্টেম্বর দেশে কোভিড-19 পরীক্ষা হয়েছে 15 লক্ষ 26 হাজার 56 জনের ৷ এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে 69 কোটি 90 লক্ষ 62 হাজার 776 জনকে ৷

Last Updated : Sep 7, 2021, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.