ETV Bharat / bharat

Corona Update in India: সপ্তাহ শেষে সংক্রমণ কমে 19 হাজার ছুঁই ছুঁই, দেশজুড়ে চলছে প্রিকশন ডোজ ড্রাইভ

author img

By

Published : Aug 7, 2022, 9:42 AM IST

Corona Cases in India
করোনা সংক্রমণ

করোনার সংক্রমণে ওঠা-নামা চলছে ৷ তবে মৃত্যুর সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয় ৷ তাই আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি আগের মতো উদ্বেগজনক নয় বলেই মনে করা হচ্ছে ৷ এর মধ্যে দেশের সর্বত্র বিনামূল্যে প্রিকশন ডোজ দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে (Corona Update in India) ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: সপ্তাহ শেষে কিছুটা কমল করোনার সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 738 জন ৷ শুক্রবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 19 হাজার 406 জন (India reports 18738 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 41 লক্ষ 45 হাজার 732 জন করোনায় সংক্রামিত হলেন ৷

সামান্য কমেছে সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) ৷ আজকের বুলেটিনে সংখ্যাটা 1 লক্ষ 34 হাজার 933, যা মোট সংক্রমণের 0.31 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 34 হাজার 793 ৷ তবে দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.96 শতাংশ থেকে বেড়ে 5.02 শতাংশে পৌঁছেছে ৷

কিছুটা কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 40 জন ৷ আগের দিন 49 জন প্রাণ হারিয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 26 হাজার 689 জন ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 18 হাজার 558 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 19 হাজার 928 জন ৷ এখনও পর্যন্ত দেশে সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 34 লক্ষ 65 হাজার 110 জন ৷ সুস্থতার হার 98.50 শতাংশ ৷ 17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে গিয়েছে ৷ 7 অগস্ট সকাল পর্যন্ত 206 কোটির 21 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সিদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে শুরু হয়ে 75 দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ড্রাইভ ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 10 কোটি 59 লক্ষেরও (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.