ETV Bharat / bharat

Corona Update in India : করোনা সংক্রমণ বেড়ে 1100, বাড়ল দৈনিক সংক্রমণের হার

author img

By

Published : Apr 8, 2022, 10:23 AM IST

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

সপ্তাহের শুরুতে 4 এপ্রিল প্রকাশিত রিপোর্টে করোনা সংক্রমণ হাজারের নিচে নেমেছিল ৷ কিন্তু হপ্তা শেষে ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণ (Corona Update in India ) ৷

নয়াদিল্লি, 8 এপ্রিল : করোনা সংক্রমণ কিছুটা বাড়ল ৷ শুক্রবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 1 হাজার 109 জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন (India reports 1109 fresh COVID19 cases in the last 24 hours) ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 33 ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 4 কোটি 30 লক্ষ 33 হাজার 67 ৷

এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 492, যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 0.21 শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে 0.24 শতাংশ ৷

মৃত্যুর সংখ্যা একই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 43 জন করোনা সংক্রামিত রোগী ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 573 জন করোনায় মারা গিয়েছেন ৷

আরও পড়ুন : No XE Covid Variant : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 হাজার 213 জন ৷ আগের দিন 1 হাজার 222 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 2 জন সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷

দেশে এখনও পর্যন্ত 185 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া আছে ৷ 2 কোটিরও বেশি সংখ্যক 12-14 বছর বয়সীদের কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.