ETV Bharat / bharat

Afghanistan Evacuation : আফগানিস্তান থেকে ভারতীয়দের আনতে প্রতিদিন দু'টি বিমান নামবে কাবুলে

author img

By

Published : Aug 21, 2021, 9:49 PM IST

Updated : Aug 21, 2021, 10:13 PM IST

ভারতীয়দের বের করে আনতে প্রত্যহ দু'টি করে বিমান যাতায়াত করতে পারবে
ভারতীয়দের বের করে আনতে প্রত্যহ দু'টি করে বিমান যাতায়াত করতে পারবে

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে কাবুল বিমানবন্দরে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত ৷ আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে ভারতে এই অনুমতিে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে ৷ এখনও 300 জন ভারতীয়কে সেদেশ থেকে বের করে আনতে যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে ৷

নয়াদিল্লি ও কাবুল, 21 অগস্ট : আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

এখনও কাবুল থেকে 300 জন ভারতীয়কে বাড়ি ফেরাতে হবে দিল্লিকে ৷ তাজিকিস্তান এবং কাতারের উপর দিয়ে ভারতীয় বিমান যাতায়াত করছে ৷ শনিবার ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে 90 জন বাড়ি ফিরছেন ৷ কাবুল থেকে তাঁরা সি130জে (C130J) বিমানে উঠেছেন ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে কথা জেক সুলিভানের (Jake Sullivan) কথা হওয়ার পরই কাবুল থেকে ভারতীয় বিমানে আধিকারিকদের বের করে আনা হয় ৷ ভারতীয় রাষ্ট্রদূত-সহ মোট 180 জন কর্মীকে আনা হয় গত 17 অগস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মধ্যেই এনিয়ে ক্যাবিনেট নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক সেরেছেন ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আটকে পড়া প্রতিটি ভারতীয়কে দেশে ফেরানোর জন্য পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার ৷ তবে সেক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হচ্ছে হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের (Hamid Karzai International Airport) বর্তমান প্রক্রিয়াগত পরিস্থিতি ৷

আরও পড়ুন : Yasmin Nigar Khan : কলকাতায় আফগানিস্তানের স্বাধীনতা দিবস পালন, তালিবানের বিরুদ্ধে সরব সীমান্ত গান্ধির নাতনি

Last Updated :Aug 21, 2021, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.