ETV Bharat / bharat

Mohan Bhagwat: ভারতে হিন্দুরা আছে বলেই ইজরায়েল-হামাসের যুদ্ধ হয় না, দাবি আরএসএস প্রধানের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 10:18 AM IST

Updated : Oct 22, 2023, 11:28 AM IST

গত 16 দিন ধরে ইজরায়েল-হামাস যুদ্ধ দেখছে বিশ্ব। শুরু থেকেই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে দিল্লি। ভারতে কেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় না তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন আরএসএস প্রধান।

Etv Bharat
Etv Bharat

নাগপুর,22 অক্টোবর: হিন্দুরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেই ভারতে ইজরায়েল-হামাসের যুদ্ধের মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয় না। রাশিয়া-ইউক্রেনের মতো যুদ্ধ হয় না। এমনটাই দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের। নাগপুরের একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার এ কথাই বলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে। ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের 350 বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দু'সপ্তাহের বেশি সময় ধরে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। দু'পক্ষের হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে এই যুদ্ধ। এরইমধ্যে আরও বড় হামলা করার কথা ঘোষণা করেছে ইজরায়েল। পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হামাসের সমর্থনকারী জঙ্গি সংগঠন হিজবুল্লাও। সবমিলিয়ে ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি।

  • Nagpur, Maharashtra | RSS chief Mohan Bhagwat says, "In this country, there is a religion, and culture that respects all sects and faiths. That religion is Hinduism. Everywhere else, there is a war going on. You must have heard of the war in Ukraine, the Hamas-Israel war. In our… pic.twitter.com/mfevVGfU24

    — ANI (@ANI) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হামাস হামলা শুরু করার পরই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা এবং ব্রিটেনের মতো শক্তিশালী দেশ। এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই ইজরায়েল থেকে ঘুরেও এসেছেন। তবে হামাসকে সমর্থন করছে এমন দেশের সংখ্যাও নেহাত কম নয়। এই সমস্ত যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। নতুন করে বহু মানুষের প্রাণ যাবে।

এমনই আবহে এই যুদ্ধ নিয়ে সরব হলেন আরএসএস প্রধান। তিনি বলেন, "এই দেশে (ভারতে) এমন একটা ধর্ম আছে যে অন্য ধর্মকে শ্রদ্ধা করে। এ দেশে হিন্দুদের কথা বললে আলাদা করে মুসলমানদের কথা বলতে হয় না। সকলেরই অধিকার রক্ষিত হয় এ দেশে। এমনটা শুধু হিন্দুরা করে। এমনটা শুধু ভারতেই হয়। বিশ্বের অন্য কোথাও এসব হয়নি।"

এরপরই বিশ্বের দুই প্রান্তে চলতে থাকা দুটি যুদ্ধের কথা উল্লেখ করেন ভাগবত। শিবাজী মহারাজের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর কথায়, "বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নানা দেশে নানা বিষয় নিয়ে সংঘাত চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা হামাস-ইজরায়েলের যুদ্ধের কথা সকলেই শুনেছেন। আমাদের দেশে শিবাজি মহারাজের সময় এভাবেই জমি বেদখল হয়েছিল। কিন্তু আমরা যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করি না। আর তাই আমরা হিন্দু।"

আরও পড়ুন: গাজায় আরও বড় আক্রমণের জন্য তৈরি হচ্ছে ইজরায়েল, পালটা হুঁশিয়ারি হিজবুল্লার

Last Updated :Oct 22, 2023, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.