ETV Bharat / bharat

Omicron Scare in India : আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

author img

By

Published : Dec 9, 2021, 10:52 PM IST

Updated : Dec 9, 2021, 11:03 PM IST

আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কেন্দ্র ((india extends ban on international flights) ৷ আগামী বছর 31 জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ জারি থাকবে বলে ডিজিসিএ জানিয়েছে ৷

Omicron Scare
আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : ওমিক্রন আতঙ্কে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ছে (india extends ban on international flights) ৷ আগামী বছর 31 জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ ৷

তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে শুধুমাত্র যাত্রীবাহি বিমানের ক্ষেত্রে ৷ পণ্যবাহী বিমান ও ডিজিসিএ'র বিশেষ অনুমোদিত বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না ৷ তবে নির্দিষ্ট রুটে বিশেষ অনুমতি সাপেক্ষে এখন যে আন্তর্জাতিক বিমান চলাচল করছে তা জারি থাকবে বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

এর আগে গত 26 নভেম্বর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছিল, আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা 15 ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ৷ কিন্তু করোনা আবহে ওমিক্রন নিয়ে তৈরি হওয়া নয়া আতঙ্কের মাঝে সংক্রমণ যাতে আর না বাড়ে তাই কেন্দ্র এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Dec 9, 2021, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.