ETV Bharat / bharat

Ayushman Bharat Digital Mission: স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন মোদির

author img

By

Published : Sep 27, 2021, 12:44 PM IST

নয়াদিল্লিতে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (Ayushman Bharat Digital Mission) ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ এই প্রকল্প দুঃস্থ ও মধ্যবিত্তদের জন্য খুবই কার্যকরী হবে বলে দাবি তাঁর ৷

'India entering new and extraordinary phase': says PM Narendra Modi after launching Ayushman Bharat Digital Mission
স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধনে দাবি মোদির

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : আজ এক নবতম ও অসাধারণ অধ্যায়ে প্রবেশ করল দেশ ৷ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (Ayushman Bharat Digital Mission) উদ্বোধন করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এই অভিযান দেশের স্বাস্থ্য পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে দাবি করেন তিনি ৷

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ভার্চুয়াল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "আজ খুবই গুরুত্বপূর্ণ দিন ৷ গত 7 বছর ধরে দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করার যে প্রচেষ্টা চলছে, আজ তা নতুন এক অধ্যায়ে প্রবেশ করল ৷ এটা কোনও সাধারণ অধ্যায় নয় ৷ এটা একটা অসাধারণ অধ্যায়ের সূচনা ৷ 3 বছর আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন হয়েছিল ৷ আর আজ দেশজুড়ে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের যাত্রা শুরু হওয়ায় আমি খুশি ৷" মোদির কথায়, "দুঃস্থ ও মধ্যবিত্তের চিকিৎসা সংক্রান্ত সমস্যা দূর করতে বিরাট ভূমিকা নেবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ৷ প্রযুক্তির মাধ্যমে সারা দেশে হাসতাপাল ও রোগীদের মধ্যে সংযোগ স্থাপন করবে এবং আরও মজবুত প্রযুক্তিগত প্ল্যাটফর্মের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হবে ৷"

আরও পড়ুন: Bharat Bandh : পথচারীকে কষিয়ে চড় সিপিআইএম নেতার, দুর্গাপুরে বনধ ঘিরে হইচই

এই মিশনের দ্বারা স্বাস্থ্য ক্ষেত্রের সব স্টেকহোল্ডারকে এক ছাতার তলায় আনা যাবে বলে জানান প্রধানমন্ত্রী ৷ জাতীয় ডিজিটাল হেল্থ মিশন বা প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশনের প্রধান উপাদানগুলির মধ্যে থাকছে প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য পরিচয় পত্র, চিকিৎসা সংক্রান্ত পেশাদারদের নথি ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নথি ৷

আরও পড়ুন: Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

সোমবার নয়াদিল্লিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও (Mansukh Mandaviya)৷ তিনি বলেন, "2020 সালের 15 অগস্ট লাল কেল্লায় এই মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ আজ তার উদ্বোধন হওয়ায় আমি খুবই খুশি ৷ আমার বিশ্বাস, এই প্রকল্প দেশের স্বাস্থ্যক্ষেত্রকে আমূল বদলে দেবে ৷" 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট প্রজেক্ট হিসেবে আগেই বাস্তবায়িত করা হয়েছিল আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে ৷

আরও পড়ুন: Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.