Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়

author img

By

Published : Sep 27, 2021, 7:39 AM IST

Cyclone Gulab
Cyclone Gulab ()

ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও সমুদ্রে গিয়েছিলেন শ্রীকাকুলামের পলাসার ছয়জন মৎস্যজীবী ৷ রবিবার সন্ধ্যায় মাছ ধরে ফেরার সময় দুর্যোগে মুখে পড়েন তাঁরা ৷ উত্তাল সমুদ্রে উল্টে যায় নতুন কেনা নৌকা ৷

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : রবিবার সন্ধ্যা থেকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) ৷ তার জেরে প্রাণ গেল দুজন মৎস্যজীবীর ৷ রবিবার সন্ধ্যায় মাছ ধরে ফেরার সময় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের তিনজন মৎস্যজীবী ঘূর্ণিঝড়ের মুখে পড়েন ৷ তাঁদের মধ্যে দুজনের দেহ উদ্ধার হয়েছে ৷ একজন এখনও নিখোঁজ ৷

ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও সমুদ্রে গিয়েছিলেন শ্রীকাকুলামের পলাসার ছয়জন মৎস্যজীবী ৷ কয়েকদিন আগেই ওড়িশা থেকে নতুন নৌকা কেনেন তাঁরা ৷ সেই নৌকো করেই মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ৷ রবিবার সন্ধ্যায় ফেরার সময় দুর্যোগে মুখে পড়েন তাঁরা ৷ উত্তাল সমুদ্রে উল্টে যায় নতুন কেনা নৌকা ৷ বোট উল্টে পাঁচজন ভেসে যান ৷ একজন নৌকায় ছিলেন, তিনিই গ্রামে ফোন করে দুর্ঘটনার খবর দেন ৷ ভেসে যাওয়া দুজন সাঁতরে কোনওরকমে তীরে এসে পৌঁছান ৷ পরে দুজনের দেহ উদ্ধার হয় ৷ নিখোঁজ থাকা আরও এক মৎস্যজীবীরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

তবে রবিবার সন্ধ্যা থেকে তাণ্ডব চালানোর পর অবশ্য ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব ৷ মৌসম বিভাগ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের উপরে রয়েছে ৷ রাত আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিমের দিকে এগোচ্ছে ৷ আগামী 6 ঘণ্টায় যা নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি হারিয়ে ফেলবে ৷

  • The Cyclonic Storm ‘Gulab’ over north Andhra Pradesh and adjoining south Odisha, weakened into a Deep Depression at 0230 hrs IST of 27th Sep over north Andhra Pradesh. It is likely to continue to move west-northwestwards and weaken further into a Depression during next 06 hrs. pic.twitter.com/ctXWoQXLBJ

    — India Meteorological Department (@Indiametdept) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Weather Forecast : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উপর ফের ঘূর্ণাবর্ত, রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সর্তকতা

29 সেপ্টেম্বর ঘূর্ণিঝড় 'গুলাব' পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে ৷ তার ফলে মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,হাওড়া এবং হুগলি জেলায় ৷ ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ৷ তবে ঘূর্ণিঝড় 'গুলাব' পশ্চিমবঙ্গে পৌঁছানোর আগে অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.