ETV Bharat / bharat

Nepal VS India Friendly : নেপালের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র ভারতের

author img

By

Published : Sep 3, 2021, 11:10 AM IST

আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে নেপালের বিরুদ্ধে ড্র করল ভারত ৷ ম্যাচের ফল 1-1 ৷

Nepal VS India Friendly
Nepal VS India Friendly

কলকাতা, 3 সেপ্টেম্বর : জয় দিয়ে নেপাল অভিযান শুরু করতে পারল না সুনীল ছেত্রীর ভারত । কাঠমাণ্ডুতে দশরথ স্টেডিয়ামে আর্ন্তজাতিক ফ্রেন্ডলিতে পিছিয়ে থেকে ড্র ঈগর স্টিমাচের ছেলেদের । ম্যাচের ফল 1-1 । আগামী মাসে সাফ কাপ । তার আগে এই দুটো ফ্রেন্ডলিতে ভারতীয় দলকে দেখে নেওয়ার কথা বলেছেন ক্রোয়েশিয়ান হেডস্যার ।

বিশ্ব ক্রমপর্যায়ে 168 নম্বরে থাকা নেপালের বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট করেন সুনীল ছেত্রীরা । ফলে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে বিরতির পরে সমতায় ফিরেও ভারত জয় হাসিল করতে পারেনি ।
36 মিনিটে অঞ্জন বিস্তারের সুযোগ সন্ধানী গোল নেপালকে এগিয়ে দেয় । বিরতির পরে ভারতকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে মাঠে নামা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা । ভারতের বিরুদ্ধে প্রতি আক্রমণ নির্ভর কৌশল নিয়ে খেলতে নেমেছিল নেপাল । তার উপর মাঠে উপস্থিত দর্শকদের সমর্থনে প্রথম থেকেই তেড়েফুঁড়ে খেলতে থাকে তারা ।

আরও পড়ুন : East Bengal-Shree Cement : দিদির ম্যাজিকে ফুটবল ফিরল ইস্টবেঙ্গলে, বললেন নীতু ; চুক্তিপত্র নিয়ে ধোঁয়াশা অব্যাহত

এই ম্যাচে লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, মনবীর সিংকে নিয়ে আক্রমণ ভাগ সাজিয়ে ছিলেন স্টিমাচ । কিন্তু ভারত অধিনায়ককে এদিন প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি । ভারতীয় মাঝমাঠে ব্রেন্ডন ফার্নান্দেজ, সুরেশ ওয়াঙজাম, গ্লেন মার্টিনস বল যোগানোর দায়িত্ব নিয়েছিলেন বটে । কিন্তু বিরতির আগে নেপালের আগ্রাসী ফুটবলের সামনে ভারতীয় ফুটবলাররা সুবিধা করতে পারেননি ।

বিরতির পরে দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন ক‍রেন স্টিমাচ । ব্রেন্ডন ফার্নান্ডেজ এর বদলে অনিরুদ্ধ থাপা এবং গ্লেন মার্টিন্সের বদলে রহিম আলিকে নিয়ে আসেন তিনি । আরও কয়েক মিনিট পরে সুনীল ছেত্রীর বদলে বিপিনকে নামান । তিন পরিবর্তনের আক্রমণে ঝাঁঝ বাড়ে ভারতের । তার আগে 60 মিনিটে সুনীলের শট নেপালের গোলরক্ষক বাঁচিয়ে দিলে ফিরতি বল গোলে ঠেলে দেন অনিরুদ্ধ থাপা । এরপর বেশ কয়েকটি গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত ।

আরও পড়ুন : Sunil Chhetri : আরও দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সুনীল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.