ETV Bharat / bharat

India-China 13th Meet : এলএসি-র মলডোতে ভারত-চিন 13তম বৈঠক

author img

By

Published : Oct 10, 2021, 10:05 AM IST

আজ একটু পরেই শুরু হবে ভারত আর চিনের মধ্যে সেনা সরানো নিয়ে বৈঠক ৷ এলএসি-র মলডো অঞ্চলে সামরিক আধিকারিকদের মধ্যে দু'দেশের সীমান্তবর্তী অঞ্চলে সেনা সরানো নিয়ে আলোচনা হবে ৷ এটি 13 তম বৈঠক ৷

ভারত-চিন 13তম বৈঠক
ভারত-চিন 13তম বৈঠক

নয়াদিল্লি, 10 অক্টোবর : আজই ভারত-চিন 13তম বৈঠক ৷ সামরিক সূত্রে জানা গিয়েছে, দু'দেশের সীমান্তবর্তী অঞ্চলে সেনা সরিয়ে নেওয়া নিয়ে এই বৈঠকটি 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল'-এ (Line of Actual Control) চিনের দিকে মলডো (Moldo) নামক জায়গায় হওয়ার কথা ৷ বৈঠকে হট স্প্রিং অঞ্চল নিয়ে আলোচনা হবে, জানিয়েছে সূত্র ৷

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs, MEA) জানিয়েছে, আশা করা যায় চিন দ্বিপাক্ষিক চুক্তি (Bilateral Agreement) এবং প্রোটোকল মেনে এলএসি সংক্রান্ত বিষয়গুলির মীমাংসা করবে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র (MEA Spokesperson) অরিন্দম বাগচি (Arindam Bagchi) বলেন, "আমরা আশা করছি যে, চিন দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রোটোকল অনুযায়ী পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বাকি বিষয়গুলির নিষ্পত্তি করবে ৷"

আরও পড়ুন : India-China face off : ফের মুখোমুখি ভারত-চিন, তাওয়াং সেক্টরে দুশো চিনা সেনাকে রুখল জওয়ানরা

এর আগে দুশনবেতে (Dushanbe) বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar) সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (Shanghai Cooperation Organisation, SCO) বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র (Wang Yi) সঙ্গে দেখা করেন ৷ সেখানে দু'পক্ষের মধ্যে দু'দেশের সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.