ETV Bharat / bharat

ভারত-বাংলাদেশ সীমান্ত 30 জুন পর্যন্ত বন্ধ

author img

By

Published : Jun 14, 2021, 11:27 AM IST

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে 30 জুন অবধি, জানাল বাংলাদেশ সরকার ৷

বন্ধই রইল ভারত-বাংলাদেশ সীমানা
বন্ধই রইল ভারত-বাংলাদেশ সীমানা

ঢাকা (বাংলাদেশ), 14 জুন : দুই প্রতিবেশী দেশের সীমান্তে থাকা জেলাগুলিতে করোনা পরিস্থিতি খারাপ, তাই 30 জুন পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখবে বাংলাদেশ ৷ গতকাল বাংলাদেশের মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক ৷ এ নিয়ে বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশ করা হবে ৷

26 এপ্রিল দু-সপ্তাহের জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার কথা জানায় ৷ ভারতের করোনার সংক্রমণ বাড়তে থাকায় পরে তা আরও দু'বার বাড়ানো হয়, 8 মে আর তার পরে 29 মে ৷

আরও পড়ুন : মৃত্যু বাড়লেও 72 দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে

যদিও বাংলাদেশের নাগরিকরা 15 দিন বা তার কম সময়ের বৈধ ভিসা নিয়ে বাড়ি ফিরতে পারবেন ৷ তবে দেশে ফিরে 14 দিনের কোয়ারান্টিনে থাকা আবশ্যিক ৷ বাংলাদেশেও প্রতিদিনই নতুন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে, সঙ্গে মৃতের সংখ্যাও ৷ আর সেই সংখ্যা প্রায় দিনই নতুন রেকর্ড গড়ছে ৷

রবিবার বাংলাদেশে কোভিড-19-এ মারা গিয়েছেন 47 জন ৷ 2436 জন সংক্রামিত হয়েছেন ৷ স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে সেখানে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টের উপস্থিতি পাওয়া গিয়েছে, যার সংক্রমণের ক্ষমতা প্রবল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.