ETV Bharat / bharat

Atmospheric Pollution in Rural India: ক্রমশ দূষিত হচ্ছে গ্রামীণ ভারত ! আইআইটি খড়্গপুরের রিপোর্টে উদ্বেগ

author img

By

Published : Feb 22, 2023, 9:50 PM IST

Updated : Feb 22, 2023, 11:06 PM IST

IIT KGP researchers find Atmospheric Pollution in Rural India is gradually increasing
ফাইল ছবি

ভারতের গ্রামীণ এলাকাগুলিতে ক্রমশ দূষণ (Atmospheric Pollution in Rural India) বাড়ছে ৷ গবেষণায় একথা জানতে পেরেছেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) গবেষকরা ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি: গ্রামীণ ভারতের বায়ুমণ্ডলে ক্রমশ বাড়ছে দূষণ (Atmospheric Pollution in Rural India) ! গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য হাতে পেয়েছে খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Indian Institute of Technology) বা আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ৷ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে গ্রামীণ ভারতের বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন ডাই-অক্সাইডের পরিমাণ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা ৷

বিশেষজ্ঞরা বলছেন, একটি প্রচলিত ধারণা হল, দূষণ কেবলমাত্র শহরাঞ্চলেই সীমাবদ্ধ থাকে ৷ কিন্তু, বিষয়টি তা নয় ৷ আঞ্চলিকভাবে বিভিন্ন গ্রামীণ এলাকাতেও দূষণ ছড়ায় এবং বাড়ে ৷ বিষয়টি হাতেকলমে প্রমাণ করে দেখাতে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা বায়ুমণ্ডলের ছবি বিশ্লেষণ করেছেন গবেষকরা ৷ সেইসব ছবিতে নাইট্রোজেন ডাই-অক্সাইডের পরিমাণ ঠিক কতটা, তা খতিয়ে দেখেছেন তাঁরা ৷ তাতে দেখা যাচ্ছে, গ্রামীণ ভারতের বায়ুমণ্ডলে প্রতিবছরই একটু একটু করে নাইট্রোজেন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে ৷

আরও পড়ুন: দূষণ রুখতে ধোঁয়া মুক্ত উনুন দেবে পরিবেশ দফতর

সংশ্লিষ্ট গবেষণার কাজটি করেছেন অধ্য়াপক জয়ন্তনারায়ণ কুট্টিপ্পুরথ এবং রিসার্চ স্কলার মানসী পাঠক ৷ তাঁরা বলছেন, শহরাঞ্চলের ব্য়াপক দূষণের কারণেই ভারতীর গ্রামীণ এলাকাগুলিও দূষিত হচ্ছে ৷ এই দুই গবেষক, ভারতের দূষণ পরিস্থিতিকে প্রাথমিকভাবে দু'টি আঞ্চলিক ভাগে বিভক্ত করেছেন ৷ একটি হল শহরাঞ্চলের দূষণ ৷ এবং অন্যটি গ্রামীণ ভারতের দূষণ ৷

জয়ন্তনারায়ণ এবং মানসী ইতিমধ্যেই তাঁদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছেন ৷ যার শিরোনাম হল, 'গ্রামীণ ভারতের বায়ুর গুণমান: উপগ্রহের পরিমাপ ব্যবহার করে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিশ্লেষণ' ৷ এই সমীক্ষা রিপোর্টে দুই গবেষক জানিয়েছেন, "আমরা দেখেছি, গ্রামীণ ভারতে বায়ুর গুণমান ক্রমশ খারাপ হচ্ছে ৷ নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিশ্লেষণের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি ৷ তবে, এখনও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি ৷ তবে দিল্লি ও সংলগ্ন এলাকা এবং পূর্ব ভারতের পরিস্থিতি আলাদা ৷"

এই প্রসঙ্গে জয়ন্তনারায়ণ বলেন, "নাইট্রোজেনের ঘনত্ব বৃদ্ধি, ক্রমবর্ধমান শহর, মফঃস্বলগুলিতে শিল্পায়নের বাড়বাড়ন্ত, জনসংখ্য়ার বৃদ্ধি এবং ব্যাপক উন্নয়নের জেরেই গ্রামীণ অঞ্চলে দূষণ বাড়ছে ৷ আগামী দিনে এর ফলে গ্রামীণ ভারতের বাসিন্দাদের ব্য়াপক হারে স্বাস্থ্যহানির আশঙ্কা তৈরি হয়েছে ৷ এই পরস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ৷ পরিস্থিতি মোকাবিলা করতে হলে এখনই পদক্ষেপ করতে হবে ৷ একমাত্র তবেই গ্রামীণ ভারতে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ৷"

Last Updated :Feb 22, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.