ETV Bharat / bharat

Gold Plated Ice Cream: স্বপ্ন নয়, সত্যি! সুরাতের দোকানে বিকোচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড আইসক্রিম

author img

By

Published : May 11, 2023, 11:19 AM IST

সোনার আইসক্রিম! খাবেন নাকি ? পাওয়া যাচ্ছে সুরাতের দোকানে ৷ কত দাম, আর কী দিয়ে তৈরি ? সবকিছুর খোঁজ নিল ইটিভি ভারত ৷ কথা বলল বিক্রেতা ও ক্রেতার সঙ্গে ৷

Etv Bharat
সোনার আইসক্রিম

দেখুন সোনার আইসক্রিম তৈরি থেকে পরিবেশনের মুহূর্ত

সুরাত (গুজরাত), 11 মে: কখনও মাথায় এসেছে যে আইসক্রিমও সোনার হতে পারে ? ভাবছেন তো এ আবার কোন পাগলের প্রলাপ রে ভাই ৷ অথবা ভাবছেন হ্যাঁ, কোনও শো-পিস হতেই পারে ৷ কিন্তু এই সোনার আইসক্রিম খাওয়া যায় ৷ আপনি যদি সুরাতে থাকেন তবে 24 ক্যারাট গোল্ড প্লেটেড এই আইসক্রিম আপনি খেতে পারবেন ৷ খাওয়ার আগে দাম নিয়ে একটু ভাবতে হবে বইকি ৷ তবে আইসক্রিম প্রেমীদের জন্য সুরাটে এখন হট ফেভারিট এই সোনার আইসক্রিম ৷

Gold Plated Ice cream
সোনার আইসক্রিমের সৌন্দর্য

তবে এটি সাধারণ আইসক্রিম বা স্বাদযুক্ত নয় ৷ তবে এটি খাবেন না রেখে দেবেন তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ৷ ছোট ছোট সোনার বল দিয়ে সাজানো হয়েছে শঙ্কু আকৃতির আইসক্রিমটি ৷ এই শঙ্কুর ভিতরে বিভিন্ন স্বাদের আইসক্রিম রয়েছে ৷ গোল্ড চকোলেটও রয়েছে ৷ ভিতরে সাজানোর জন্য ব্রাউনি ও টপিংস রয়েছে ৷ আইসক্রিমের উপরটা 24 ক্যারাট সোনা দিয়ে ঢাকা এবং ভিতরে ড্রাইফ্রুট চকো সিরাপ দেওয়া রয়েছে ৷ 24 ক্যারাট গোল্ড প্লেটেড এই স্পেশাল আইসক্রিমের দাম 1 হাজার টাকা ৷ সঙ্গে দিতে হবে 18 শতাংশ জিএসটি ৷

Gold Plated Ice cream
গার্নিশিংয়ের মুহূর্তে সোনার আইসক্রিম

তবে এত দামি হওয়া সত্বেও এই আইসক্রিমের চাহিদা বেশ বেড়ে গিয়েছে ৷ দূর-দূরান্ত থেকে লোকজন আসছে এই সোনার আইসক্রিম খেতে ৷ তবে জেনে রাখুন, এতে হোম ডেলিভারির সুবিধা নেই ৷ খেতে চাইলে আপনাকে দোকানেই আসতে হবে ৷ ইতিমধ্যেই ধীরে ধীরে নিজের জনপ্রিয়তা তৈরি করছে হাজার টাকার এই আইসক্রিম।

Gold Plated Ice cream
পরিবেশনের ট্রে তে সোনার আইসক্রিম

তবে বিক্রির বিষয়ে আশাবাদী সোনার আইসক্রিম বিক্রেতা পিনাক যাদব ৷ কারণ সকলেই জানেন, সুরাতের বাসিন্দারা খাবারের প্রতি অনুরাগী এবং খাবারের জন্য তাঁরা টাকা খরচ করতে দ্বিধা বোধ করেন না ৷ তিনি জানান, প্রতিদিন কম করে হলেও চার থেকে পাঁচজন ক্রেতা এই সোনার আইসক্রিম খেতে আসেন ৷

Gold Plated Ice cream
সোনার আইসক্রিম দেখে খুশি ক্রেতা

এই বিষয়ে এক ক্রেতা তথা দাঁতের ডাক্তার শ্রেয়া বলেন,"আমি নতুন জিনিস অন্বেষণ করতে পছন্দ করি ৷ এইজন্য আমি ইনস্টাগ্রাম ও সোশাল মিডিয়া বেশি দেখি ৷ সেখান থেকেই জানতে পারি সুরাতে 24 ক্যারেট সোনার আইসক্রিম পাওয়া যাচ্ছে ৷ এটা ভেবে অবাক হই যে, সোনার আইসক্রিম হতে পারে ? যাই হোক খেয়ে ভালো লাগছে ৷ প্রথমে আমি ভেবেছিলাম এটি খুব চওড়া ৷ তবে সোনার তৈরি হলে তা তো একটু দামি হবেই ৷

আরও পড়ুন : মারতে চেয়েছিলেন ভাইয়ের বউকে ! ভুল করে বিষ মেশানো আইসক্রিম খেয়ে মৃত্যু ভাইপোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.