ETV Bharat / bharat

Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে

author img

By

Published : Feb 25, 2022, 9:25 AM IST

ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে তৎপর হল বিদেশমন্ত্রক (IAF ready to airlift stranded Indians from Ukraine) ৷ প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে আলোচনা করে ভারতীয় নাগরিকদের এয়ারলিফ্ট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷ প্রয়োজনে বাণিজ্যিক বিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা ইউক্রেনে উদ্ধারকাজ (IAF Can Use Commercial Air Craft for Rescue Operation) করতে পারবে বলেও জানিয়েছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা ৷

Indians Trapped in Ukraine
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফ্ট করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা (IAF ready to airlift stranded Indians from Ukraine) ৷ তাও বাণিজ্যিক বিমানের মাধ্যমে ৷ এমনটাই জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা ৷ তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই যোগাযোগ রেখেছে ভারত ৷

বিদেশ সচিব শ্রিঙ্গলা জানান, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বিদেশ মন্ত্রক যোগাযোগ রাখছে ৷ এয়ারলিফ্ট করার প্রয়োজনী ব্যবস্থা করার কথা আমরা তাদের জানিয়েছি (Airlift for Stranded Indians in Ukraine) ৷ আর সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা বাণিজ্যিক বিমান নিয়ে যেতে পারে (IAF Can Use Commercial Air Craft for Rescue Operation) ৷ সবরকম বিকল্প আমরা প্রস্তুত রাখছি ৷’’ তিনি আরও বলেন, ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ভারতীয় নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাঁদের উদ্ধার করা ৷

আরও পড়ুন : Indian Students Trapped in Ukraine : ইউক্রেন-রাশিয়া সীমান্তে বেসমেন্টে লুকিয়ে 400 ভারতীয় পড়ুয়া

বিদেশ সচিব জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পোলিশ, রোমানিয়ান, হাঙ্গেরিয়ান এবং স্লোভাকিয়ান সরকারের বিদেশমন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন ৷ তাঁদের কাছে ইউক্রেন সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্যাম্প তৈরি করার অনুরোধ করেছেন ৷ যাতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সুবিধা হয় ৷ বিদেশ সচিব আরও জানিয়েছেন, দুবাই এবং ইস্তানবুল থেকে বিমানের বিকল্প রয়েছে ৷ এছাড়াও ইউক্রেনে ভারতীয় দূতাবাস অনবরত তাঁদের কাজ চালিয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন : Strong Sanctions on Russia : "পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে", আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক করেন ৷ সেই বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ৷ সেখানে ন্যাটো গোষ্ঠীর সঙ্গে যে বিভেদ তৈরি রয়েছে রাশিয়ার, তা শান্তিপূর্ণ আলোচনায় বসে সততা এবং গুরুত্ব দিয়ে মিটিয়ে নেওয়া সম্ভব ৷ পুতিনও মোদিকে ইউক্রেনে চলা অভিযান কোন পরিস্থিতিতে রয়েছে, সেই সম্পর্কে মোদিকে অবগত করেন ৷ পাশাপাশি, বিশ্ব শান্তির বার্তা দিয়ে ইউক্রেনে এই হিংসা বন্ধ করার আবেদন জানান নরেন্দ্র মোদি ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.