Indian Students Trapped in Ukraine : ইউক্রেন-রাশিয়া সীমান্তে বেসমেন্টে লুকিয়ে 400 ভারতীয় পড়ুয়া

author img

By

Published : Feb 25, 2022, 8:11 AM IST

Updated : Feb 25, 2022, 9:02 AM IST

Russia Ukraine Conflict

রাশিয়ার সীমান্তবর্তী শহরটি গতকালই আত্মসমর্পণ করেছেন ৷ কোনওরকমে নিজেদের প্রাণ হাতে মুহূর্ত গুণছেন ভারতীয় পড়ুয়ারা ৷ মোদি সরকার পারবে তাদের বের করে আনতে (Indian Students in Ukraine) ?

কিয়েভ, 25 ফেব্রুয়ারি : "এই মুহূর্তে, আমরা আমাদের ডরমিটরির বেসমেন্টে লুকিয়ে আছি ৷ জানি না, এখানে এ ভাবে বেঁচে থাকতে পারব কি না ? ভারত সরকার ইউক্রেনের পূর্ব দিক থেকে আমাদের বের করে আনুক", এই আর্জি মেডিক্যাল পড়ুয়া ললিত কুমারের ৷ তিনি সামি স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (Sumy State Medical University) ছাত্র ৷ তিনি এবং তাঁর মতো প্রায় 400 জন ছাত্রছাত্রী যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া সীমান্তের সামি শহরে আটকে রয়েছেন ৷ বলা ভালো লুকিয়ে রয়েছেন ৷

রাশিয়ার সীমান্ত থেকে প্রায় 50 মাইল উত্তর-পূর্বে অবস্থিত ইউক্রেনের সামি ৷ বৃহস্পতিবার শহরের মেয়র রাশিয়ার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন ৷ তাই দু'দেশের সীমান্তে অবস্থিত সামির নিয়ন্ত্রণ এখন রাশিয়ার সেনাবাহিনী তথা রাশিয়ার হাতে (Indian students hide in Ukraine Sumy city bordering Russia) ৷

আরও পড়ুন : Strong Sanctions on Russia : "পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে", আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

মার্শিয়াল ল (Martial law) জারি হয়েছে ৷ চতুর্দিকে সেনা ৷ আতঙ্কে প্রহর গোনা পঞ্চম বর্ষের মেডিক্যাল ছাত্রটি বলেন, "আমরা নিজেরা কোথাও যেতে পারছি না ৷ কোনও গাড়ি নেই, বাস নেই, প্রাইভেট গাড়িও নেই ৷ এটিএম, সুপারমার্কেটগুলো বন্ধ ৷" তাঁদের কাছে যা কিছু আছে, তা দিয়ে খুব বেশিদিন চলবে না ৷ তিনি বেসমেন্টে লুকিয়ে থাকার একটি ছোট্ট ভিডিয়োও শেয়ার করেছেন ৷

তাঁর কাতর আবেদন, "ভারত সরকারই আমাদের শেষ আশা ৷ আমরা দেশে ফিরতে চাই ৷ আমাদের কাছের, ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা করব ৷ আমাদের সাহায্য করুন ৷"

বুধবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি বিশেষ সেনা অভিযানের (Putin announced a special military operation) কথা ঘোষণা করেন ৷ এরপর রাশিয়া মধ্য ও পূর্ব ইউক্রেনে (central and eastern Ukraine) একাধিক হামলা চালিয়েছে ৷ এদিকে বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Foreign Secretary Harsh Vardhan Shringla) সাংবাদিকদের আশ্বস্ত করে জানিয়েছেন, ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্র-সহ সব ভারতীয় নাগরিক এবং তাঁদের পরিবারকে নিরাপদে ভারতে নিয়ে আসবে কেন্দ্রীয় সরকার ৷ তিনি জানান প্রায় 20 হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছে ৷ বিগত ক'দিনে প্রায় 4 হাজার ভারতীয় ফিরে এসেছে ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে না বাইডেনের পাঠানো অতিরিক্ত সেনাবাহিনী

Last Updated :Feb 25, 2022, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.