ETV Bharat / bharat

HP Assembly Polls 2022: হিমাচল বিধানসভার ভোটে 62 প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাদ 11 বিধায়ক

author img

By

Published : Oct 19, 2022, 12:30 PM IST

আগামী 12 নভেম্বর হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন (HP Assembly Polls 2022) ৷ ওই রাজ্যের বিধানসভায় 68টি আসন ৷ তার মধ্যে 62 আসনের প্রার্থীর নাম বুধবার ঘোষণা করেছে বিজেপি ৷

HP Assembly polls 2022 BJP names candidates for 62 seats, drops 11 sitting MLAs
HP Assembly Polls 2022: হিমাচল বিধানসভার ভোটে 62 প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাদ 11 বিধায়ক

নয়াদিল্লি, 19 অক্টোবর: হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (HP Assembly Polls 2022) জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি ৷ বুধবার বিজেপির (BJP) তরফে 62 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় নাম রয়েছে হিমাচলের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরেরও (Himachal CM Jairam Thakur) ৷ তিনি তাঁর বর্তমান বিধানসভা কেন্দ্র সেরাজ থেকেই আবার লড়াই করবেন ৷

হিমাচল প্রদেশের বিধানসভায় আসন সংখ্যা 68 ৷ ফলে এখনও ছ’টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রাখা হল বিজেপির তরফে ৷ গত সোমবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয় ৷ ওই কমিটির শীর্ষে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেখানেই এই তালিকা ঠিক হয়েছে বলে খবর ৷

তবে এদিনের তালিকার থেকেও সবচেয়ে বড় চমক হল, বিজেপি এবার 11 জন বিধায়ককে প্রার্থীই করেনি ৷ সেই তালিকায় একজন ক্যাবিনেট মন্ত্রীও রয়েছেন ৷ এছাড়া হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা প্রেম কুমার ধুমলকেও প্রার্থী করা হয়নি ৷ ধুমলের এখন 78 বছর বয়স ৷ তাঁর ছেলে অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur) কেন্দ্রে মোদি সরকারের মন্ত্রী ৷ বিজেপি সূত্রে খবর, তিনি বয়সের কারণে প্রার্থী হতে চাননি ৷ যদিও বিজেপিতে 75 বছরের বেশি বয়স হয়ে গেলে আর প্রার্থী হওয়া যায় না বলেই জানা গিয়েছে ৷

এছাড়া সুরেশ ভরদ্বাজ ও রাকেশ পাঠানিয়া নামে দুই মন্ত্রীর আসনও বদলে দেওয়া হয়েছে ৷ সুরেশ ভরদ্বাজ সিমলা শহর কেন্দ্রের বিধায়ক ৷ তাঁকে এবার প্রার্থী করা হয়েছে কাসুম্টি থেকে ৷ আর রাকেশ পাঠানিয়াকে ফতেপুর থেকে প্রার্থী করা হয়েছে ৷ তিনি বর্তমানে নুরপুরের বিধায়ক ৷ তাছাড়া মন্ত্রী মহেন্দ্র সিংয়ের বদলে তাঁর ছেলে রজত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি ৷ মহেন্দ্রর বর্তমান কেন্দ্র ধরমপুর থেকেই টিকিট পেয়েছেন রজত ৷

এর আগে একটি উপ নির্বাচনে জুব্বল-কোটখাই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন চেতন ব্র্যগতা ৷ তখন তাঁকে বিজেপি প্রার্থী না করাতেই তিনি নির্দল হিসেবে লড়েছিলেন ৷ এবার অবশ্য তাঁকে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে বিজেপি৷ মান্ডি থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখ রামের ছেলে অনিল শর্মাকে ৷

এদিনের প্রকাশিত তালিকায় আটজন তফশিলি জাতি, 3 জন তফশিলি উপজাতি, পাঁচজন মহিলা প্রার্থী রয়েছেন ৷ মোট প্রার্থীর দুই তৃতীয়াংশ স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন ৷

আগামী 12 নভেম্বর হিমাচল প্রদেশে ভোট গ্রহণ ৷ মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে আগামী 25 অক্টোবর ৷ তার আগেই বাকি ছ’জনের নাম বিজেপি প্রকাশ করে দেবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: গুজরাত নিয়ে ধোঁয়াশা রেখে হিমাচলের ভোট নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.