ETV Bharat / bharat

Himachal Pradesh Assembly Elections 2022: গুজরাত নিয়ে ধোঁয়াশা রেখে হিমাচলের ভোট নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

author img

By

Published : Oct 14, 2022, 4:29 PM IST

Updated : Oct 14, 2022, 5:25 PM IST

ECI Announces dates of Himachal Pradesh Assembly Elections 2022
Himachal Pradesh Assembly Elections 2022: গুজরাত নিয়ে ধোঁয়াশা রেখে হিমাচলের ভোট নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

চলতি বছরেই হিমাচল প্রদেশ (Himachal Pradesh Assembly Elections 2022) ও গুজরাতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল ৷ এর মধ্যে হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI) ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Assembly Elections 2022) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI) ৷ শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদন থেকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ তিনি জানান, আগামী 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হবে ৷ ভোট গণনা হবে আগামী 8 ডিসেম্বর ৷

তবে হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাতেও বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) হওয়ার কথা ৷ তবে ওই রাজ্যে নির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি কমিশন ৷ তবে হিমাচলে ভোটের দিন থেকে ফলাফল ঘোষণার মধ্যে প্রায় একমাসের ফারাক রয়েছে ৷ তাই মনে করা হচ্ছে যে এই সময়ের মধ্যেই গুজরাতে কয়েক দফায় ভোট হবে ৷ তা পরে কমিশনের তরফে ঘোষণা করা হবে ৷

এদিকে এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তারা বদ্ধপরিকর ৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখা হবে ৷ ভুয়ো খবর ছড়ালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বিধানসভায় 68টি আসন রয়েছে ৷ 2017 সালে 44টি আসনে জিতে সরকার তৈরি করে বিজেপি ৷ ওই রাজ্যে কংগ্রেস জিতেছিল 21টি আসনে ৷ এখন বিজেপির (BJP) 45, কংগ্রেসের 22 ও সিপিএমের একজন বিধায়ক রয়েছেন ৷

অন্যদিকে গুজরাত বিধানসভায় আসন সংখ্যা 182 ৷ 2017 সালে বিজেপি 99, কংগ্রেস 77, এনসিপি 1টি, ভারতীয় ট্রাইবাল পার্টি 2টি ও নির্দল প্রার্থীরা তিনটি আসনে জেতেন ৷ এখন বিজেপির 111 জন বিধায়ক রয়েছেন গুজরাতে৷ আর কংগ্রেসের বিধায়ক সংখ্যা 62 ৷

গতকাল, বৃহস্পতিবার হিমাচল প্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি সেখান থেকে দিল্লিগামী একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন ৷ তাছাড়া একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ ভোট ঘোষণায় আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) চালু হয়ে গেল ৷ ফলে আর কোনও উদ্বোধন বা ঘোষণা করা যাবে না ৷

অন্যদিকে গুজরাতের ভোটের দিকে তাকিয়ে গোটা দেশ ৷ কারণ, গুজরাত মোদি-শাহের রাজ্য ৷ বিজেপির গড় হিসেবে গত দুই দশকের বেশি সময় ধরে পরিচিত ৷ সেখানে 2017 সালে বিজেপির জনপ্রিয়তায় ভাটা দেখা গিয়েছিল ৷

এবার অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টিও (Aam Admi Party) এবার গুজরাতের দিকে নজর দিয়েছে ৷ ফলে এবার বিজেপি সেখানে কেমন ফল করে, সেই দিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : হিমাচলের উনা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী মোদির

Last Updated :Oct 14, 2022, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.