ETV Bharat / bharat

Omicron Variant spreading Fast : ডেলটার তুলনায় 70 গুণ দ্রুত ফুসফুসে ছড়ালেও প্রাণঘাতী নয় ওমিক্রন, দাবি গবেষণায়

author img

By

Published : Jan 4, 2022, 1:16 PM IST

How heavily mutated Omicron variant is spreading so fast
How heavily mutated Omicron variant is spreading so fast

ডেলটার থেকে অনেক দ্রুত ফুসফুসে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রনের জীবাণু (How heavily mutated Omicron variant is spreading so fast) ৷ প্রায় 70 গুণ বেশি দ্রুত ৷ এমনটাই জানিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা ৷ তবে, দ্রুত ফুসফুসে ছড়িয়ে পড়লেও, বিশেষ ক্ষতি করতে পারে না করোনার নয়া এই প্রজাতি ৷

নয়াদিল্লি, 4 জানুয়ারি : প্রায় 70 গুণ বেশি দ্রুত মানুষের শরীরের শ্বাসযন্ত্রের কোষে সংক্রমিত হচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন (How heavily mutated Omicron variant is spreading so fast) ৷ এমনটাই জানিয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ৷ তাঁর মতে, সংক্রমণের 48 ঘণ্টার মধ্যে ওমিক্রনের জীবাণু অনেক দ্রুত শরীরের কোষগুলিতে ছড়িয়ে পড়ে ৷ যা ডেলটার তুলনায় অনেক দ্রুত (Omicron Variant Spreading 70 Times Faster Than Delta) ৷

ওই গবেষকের দেওয়া তথ্যে বলা হয়েছে, সংক্রমণের পর কোষের ভিতরে প্রবেশ করে ওমিক্রনের মিউটেশন এবং তার বৃদ্ধির হার অনেক বেশি ৷ তবে, এটি ডেলটার মতো ভয়াবহ নয় ৷ কারণ ওমিক্রনের জীবাণু ফুসফুসের বিশেষ ক্ষতি করতে পারছে না ৷ এই গবেষণা করা হয়েছিল মার্কিন এবং জাপানের বিজ্ঞানীদের দিয়ে ৷ হ্যামস্টার এবং ইঁদুরদের শরীরে এই পরীক্ষা করা হয় ৷ যেখানে দেখা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত হ্যামস্টার এবং ইঁদুরগুলির শরীরে তেমন প্রভাব ফেলেনি জীবাণু ৷ এমনকি তাঁদের ওজনের কোনও তারতম্য আসেনি ও মৃত্যুর সংখ্যাও খুবই কম ৷ পুরো রিপোর্টটিই তৈরি করা হয়েছে করোনার ডেলটা প্রজাতির সঙ্গে তুলনা করে ৷

আরও পড়ুন : New COVID Cases in US : আমেরিকায় 24 ঘণ্টায় করোনা সংক্রমণ 10 লক্ষ ছাড়াল

ওই গবেষণায় বলা হয়েছে, ওমিক্রন প্রজাতির করোনার জীবাণু স্পাইক প্রোটিনের মধ্যে 36 বার চার চরিত্র বদল করে ৷ যাতে তার উপর টিকার কোনও প্রভাব না পড়ে ৷ পাশাপাশি সম্প্রতি ম্যাসাচুসেট জেনারেল হাসপাতাল, হাভার্ড এবং এমআইটিতে একটি গবেষণা হয় ৷ যেখানে মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং ফাইজারের টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের রক্তের নমুনা নিয়ে অ্যান্টিবডি পরীক্ষা করা হয় ৷ তবে, তাঁরা ওমিক্রনের সমজাতীয় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷ যাকে ছদ্ম ভাইরাসও বলা হচ্ছে ৷ তবে, ওই পরীক্ষার রিপোর্ট এখনও আসা বাকি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.