Pathaan Movie Row: আজ মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান, ভাগলপুরে পোস্টার ছিঁড়ে বিক্ষোভ হিন্দু সংগঠনের
Updated on: Jan 25, 2023, 1:31 PM IST

Pathaan Movie Row: আজ মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান, ভাগলপুরে পোস্টার ছিঁড়ে বিক্ষোভ হিন্দু সংগঠনের
Updated on: Jan 25, 2023, 1:31 PM IST
পাঠান নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না শাহরুখ খানের (Shah Rukh Khan film Pathaan) ৷ পাঠান সিনেমাটি আজ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । এর পরিপ্রেক্ষিতে হিন্দু সংগঠনগুলির বিরোধিতা তীব্র হয়েছে । বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি এবং বজরং দলের সদস্যরা ভাগলপুরের একটি সিনেমা হলের সামনে লাগানো পোস্টার ছিঁড়ে বিক্ষোভ দেখান ।
ভাগলপুর(বিহার), 25 জানুয়ারি: বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঠান ৷ তবে বিহারের ভাগলপুরে শাহরুখ খানের ফিল্ম পাঠান মুক্তির আগেই শুরু হয়েছে বিক্ষোভ । বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি এবং বজরং দলের সদস্যরা ভাগলপুরের একটি সিনেমা হলের সামনে লাগানো পোস্টার ছিঁড়ে প্রতিবাদে সামিল হলেন। এমনকী ছবিটি মুক্তির পর পোস্টারে আগুনও ধরিয়ে দেয় ক্ষুব্ধ যুবকের দল । প্রেক্ষাগৃহের বাইরে পাঠান ছবির পোস্টার লাগানোর কয়েক ঘণ্টা পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বজরং দলের 20 জন সদস্য সেখানে পৌঁছে পোস্টার ছিঁড়ে ফেলতে শুরু করেন বলে জানা গিয়েছে (Protest Against Shah Rukh Khan Film Pathaan) ।
পাঠান সিনেমার মুক্তিকে ঘিরে তোলপাড়: শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা পাঠান বুধবার মুক্তি পেয়েছে সারা দেশে ৷ সকাল 6টা থেকে সিনেমা হলে দেখা গিয়েছে মানুষের ভিড় ৷ তবে সিনেমাটি মুক্তির আগে থেকেই বিতর্কে জড়িয়েছে ৷ ফিল্মের বেশরম গান নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল দেশ ৷ বেশ কিছু হিন্দু সংগঠন অনেক রাজ্যে বিক্ষোভ দেখায় ৷ সিনেমা মুক্তির বিরুদ্ধে আপত্তি তোলা হয় । মঙ্গলবার থেকে বিহারে বিক্ষোভ দেখায় একাধিক হিন্দু সংগঠন ৷ ভাগলপুরের একাধিক সংগঠন দাবি জানায়, এই ছবির মুক্তি বন্ধ করা উচিত (Pathaan Boycott) । একই সঙ্গে সিনেমা হলের বাইরে জড়ো হওয়া জনতা একে অপরের কাঁধে চড়ে উঠে পোস্টার ছিঁড়ে ফেলে ।
একজন বিক্ষোভকারী বলেন, "এটা ভারতের দুর্ভাগ্য যে 'দ্য কাশ্মীর ফাইল'-এর মতো সত্য ঘটনা অবলম্বনে করা সিনেমা দেখানো হয় না । অন্যদিকে, যে চলচ্চিত্রে একটি নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করা হয়েছে তা প্রদর্শিত হয় ৷ নির্লজ্জভাবে গেরুয়া রংকে দেখানো হয়েছে ৷ যা আমাদের দেশের পতাকায় রয়েছে ৷ ভাগলপুরের এই ছবি চালানো যাবে না ৷" এক সিনেমা হল মালিক বলেন, "কিছু যুবক এসে প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখায় ৷ এবং বলে সিনেমাটি হলে চালানো উচিত নয় ৷ এরপরে তারা ফিল্মের পোস্টার ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেল । পুলিশকে খবর দেওয়া হয়েছে । নিরাপত্তা দেওয়ার ব্যাপারে পুলিশ আশ্বাস দিয়েছে ।"
100টিরও বেশি দেশে মুক্তি পাচ্ছে পাঠান: শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা পাঠান মুক্তির আগেই অনেক রেকর্ড গড়েছে । কেউ কেউ এর বিরোধিতা করলেও ফিল্মটি অগ্রিম বুকিং-এর থেকে প্রচুর আয় করেছে । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের একটি টুইট থেকে এমন তথ্যই সামনে এসেছে । তরণ আদর্শ একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, এটি একটি রেকর্ড যে পাঠান ভারত ছাড়াও 100টিরও বেশি দেশে 2500টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে ৷ যা ভারতীয় চলচ্চিত্র শিল্পে এখন পর্যন্ত সবচেয়ে বড় রেকর্ড ।
আরও পড়ুন: বক্স অফিসে প্রায় 50 কোটি দিয়ে খাতা খুলবে পাঠান ! ভাঙার পথে কেজিএফ-এর রেকর্ড
