ETV Bharat / bharat

Tawang Border Clash: সীমান্তে সংঘর্ষের জের, উত্তরবঙ্গে জারি হাই অ্য়ালার্ট

author img

By

Published : Dec 14, 2022, 1:31 PM IST

তাওয়াঙের ভারত-চিন সীমান্তে প্রতিবেশী দুই দেশের সামরিকবাহিনীর সংঘর্ষের (Tawang Border Clash) পর উত্তরবঙ্গে জারি হল হাই অ্যালার্ট (High Alert in North Bengal) ৷ কী কী পদক্ষেপ করা হল সেনা ও বায়ুসেনার তরফে ?

High Alert in North Bengal after Tawang Border Clash
Tawang Border Clash: সীমান্তে সংঘর্ষের জের, উত্তরে জারি হাই অ্য়ালার্ট

শিলিগুড়ি, 14 ডিসেম্বর: তাওয়াঙের ভারত-চিন সীমান্তে প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর সংঘর্ষের ঘটনার (Tawang Border Clash) পরই নিরাপত্তা নিয়ে তৎপর প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) ৷ উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকায় সীমান্তের সুরক্ষায় যাতে কোনও ঢিলেমি না-করা হয়, সেই বিষয় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বায়ুসেনাকে ৷ যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য শিলিগুড়ির বাগডোগরা বায়ুসেনা ছাউনিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ পাশাপাশি, জারি করা হয়েছে হাই অ্য়ালার্ট (High Alert in North Bengal) ৷ অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীকেও সর্বদা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ওয়াকিবহাল মহল বলছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ সেখানে কোনও ফাঁক রাখতে রাজি নয় সরকার ৷ আর সেই কারণেই প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইস্টার্ন এয়ার কম্য়ান্ডকে (Eastern Air Command) বিশেষ করে সতর্ক করা হয়েছে ৷ শিলিগুড়িতে এস-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনাকে (S-400 Missile System) প্রস্তুত রাখতে বলা হয়েছে ৷ একইসঙ্গে, ভারত-চিন সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ সীমান্তে মোতায়েন করা হয়েছে এল70 এয়ার ডিফেন্স গান (L70 Air Defence Gun) ৷ যা শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন লক্ষ করে গুলি ছুড়তে সক্ষম ৷ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনিতেও ৷ সমস্ত যুদ্ধবিমানকে 'স্ট্যান্ডবাই' থাকতে বলা হয়েছে ৷ যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন সেনা ও বায়ুসেনা আধিকারিকরা ৷

আরও পড়ুন: ইয়াংজে ফেস-অফ, চিনকে সবক শেখাল ভারতীয় সেনার তিন ব্যাটেলিয়ন !

প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভারতীয় বায়ুসেনার দুটি 'এয়ারবেস' রয়েছে ৷ একটি বাগডোগরা এবং অন্যটি হাসিমারায় ৷ এই দুই বায়ুসেনা ছাউনি থেকে ভারত-চিন সীমান্তের দূরত্ব খুবই কম ৷ পাশাপাশি, বাগডোগরা বিমানবন্দরটি বিমানবন্দর কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হলেও বায়ুসেনাই আদতে পরিচালনার মূল দায়িত্বে থাকে ৷

এদিকে, ভারত-চিন সীমান্তে যাতে নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যায়, তার জন্য সেভক-রংপো রেল প্রকল্পের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ভারতীয় সেনার শিলিগুড়ির সেনা আধিকারিক মেজর অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "সমগ্র বিষয়টি দিল্লি ও হেডকোয়ার্টার থেকে দেখা হচ্ছে ৷ সেখান থেকে যেমন নির্দেশ আসবে, তেমনই পদক্ষেপ করা হবে ৷ পরিস্থিতির উপর আমরা কড়া নজর রাখছি ৷ সেনার তরফে এমনিতেই ভারত-চিন সীমান্তে কড়া নিরাপত্তা ও নজরদারি চালানো হচ্ছে ৷ পাশাপাশি, বায়ুসেনার সঙ্গেও খুব দ্রুত আমরা একটি যৌথ মহড়া করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.