ETV Bharat / bharat

Teesta Setalvad: মোদিকে ক্লিনচিটের পরদিনই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়

author img

By

Published : Jun 25, 2022, 9:52 PM IST

মুম্বই থেকে সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে (Teesta Setalvad) গ্রেফতার করা হল ৷ গ্রেফতার করল গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (Anti-Terrorism Squad) বা এটিএস (ATS) ৷

Gujarat Police ATS Arrested Teesta Setalvad in Mumbai
Teesta Setalvad: মোদিকে ক্লিনচিটের পরদিনই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়

মুম্বই, 25 জুন: সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে (Teesta Setalvad) গ্রেফতার করল গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (Anti-Terrorism Squad) বা এটিএস (ATS) ৷ শনিবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, শুক্রবার গুজরাত হিংসার (Gujarat Violence 2002) ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রীকে আগেই এই মামলায় ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (SIT) ৷ তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন জাকিয়া জাফরি (Zakia Jafri) ৷ তাঁর স্বামী এহসান জাফরি (Ehsan Jafri) 2002 সালের সেই ঘটনায় নিহত হন ৷

শুক্রবারের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র তরফে দাবি করা হচ্ছে, নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করতেই গুজরাত হিংসার ঘটনায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল ৷ এ নিয়ে ইতিমধ্য়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকারও দিয়েছেন ৷ এই প্রেক্ষাপটে গোটা ঘটনায় সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের নাম উঠে এসেছে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, সুপ্রিম কোর্টে সিট-এর ক্লিনচিটের বিরোধিতায় মামলা রুজুর পিছনে তিস্তার উস্কানি ছিল ৷ এমনকী, এই মামলার অন্যতম 'পার্টি'ও ছিলেন তিস্তা ৷ এই অবস্থায় শীর্ষ আদালতের রায়দানের পরদিনই তাঁর গ্রেফতারিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: Amit Shah over Gujarat Riot : "19 বছর শিবের মতোই বিষ ধারণ করেছিলেন নরেন্দ্র মোদি", সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে শাহ

সূত্রের খবর, শনিবার সকালেই তিস্তার বিরুদ্ধে একটি এফআইআর করেছে গুজরাত পুলিশ ৷ তাতে সুপ্রিম কোর্টের রায়দানের প্রসঙ্গটি রয়েছে ৷ তিস্তার স্বেচ্ছাসেবী সংগঠন গুজরাত হিংসায় আক্রান্তদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রেখেছে ৷ অনেকেই তিস্তার এই সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আগেও তিস্তার বিরুদ্ধে এই ইস্যুতে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে ৷ এদিনের গ্রেফতারি সেসবেরই জের বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

তিস্তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে ৷ যার মধ্যে জালিয়াতি এবং ভুয়ো নথি পেশ অন্যতম ৷ সংশ্লিষ্ট এফআইআর-এ দুই প্রাক্তন পুলিশ আধিকারিকেরও নাম রয়েছে ৷ এঁরা হলেন আরবি শ্রীকুমার (RB Sreekumar) এবং সঞ্জীব ভাট (Sanjiv Bhatt) ৷ তাঁদের দু'জনেরই অভিযোগ ছিল, 2002 সালের ওই ঘটনার সময় পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও রাজ্য়ের সরকার তাদের বাধা দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.