ETV Bharat / bharat

PM Modi on World Health Day: বিশ্ব স্বাস্থ্য দিবসে কেন্দ্রীয় প্রকল্পের স্তুতি নমোর

author img

By

Published : Apr 7, 2022, 5:05 PM IST

বিশ্ব স্বাস্থ্য দিবসে (World Health Day) কেন্দ্রীয় প্রকল্পের স্তুতি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে (PM Modi on World Health Day) ৷ আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি ৷

govts-focus-on-affordable-healthcare-ensured-significant-savings-for-poor-middle-class-pm-modi
বিশ্ব স্বাস্থ্য দিবসে কেন্দ্রীয় প্রকল্পের স্তুতি নমোর

নয়াদিল্লি, 7 এপ্রিল: দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো বৃদ্ধিতে অক্লান্ত ভাবে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবসে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on World Health Day) ৷ নাগরিকদের জন্য খাবারের মান ও সাধ্যমতো স্বাস্থ্য পরিষেবায় সরকার বিশেষ জোর দিচ্ছে বলে জানান তিনি ৷

7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ চলতি বছর এই বিশেষ দিনে নাগরিক ও গ্রহের স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে হু ৷ এ দিন মোদি টুইটে লেখেন, "বিশ্ব স্বাস্থ্য দিবসে শুভেচ্ছা ৷ সবাই যেন সুস্বাস্থ্যের আশীর্বাদধন্য হন ৷ স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে জড়িত সবাই কুর্নিশ জানানোরও দিন আজ ৷ এটা তাঁদেরই কঠোর পরিশ্রমের কারণেই আমাদের গ্রহ সুরক্ষিত রয়েছে ৷"

আরও পড়ুন: Modi in Pariksha Pe Charcha : "অনলাইন-অফলাইন নয়, সমস্যা তোমার মনে", পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী

ধারাবাহিক টুইটে তিনি আরও লেখেন যে, "বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যপ্রকল্প আয়ুষ্মান ভারত আমাদের দেশেরই, এটা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে ৷" সার্বিক সুস্বাস্থ্যের জন্য আয়ুষ নেটওয়ার্ককে আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের মতো সুবিধেভোগীদের সঙ্গে আমি কথা বলে খুব খুশি হয়েছি ৷ সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় আমরা জোর দিয়েছি বলেই গরিব ও মধ্যবিত্ত শ্রেণি তাদের সঞ্চয়কে নিশ্চিত করতে পারছে (Govt's focus on affordable healthcare ensured significant savings for poor) ৷"

  • Ayushman Bharat has had a positive impact on several lives and transformed our health sector.

    On World Health Day, here are some facets of this pathbreaking scheme. pic.twitter.com/G7EiszAS4T

    — Narendra Modi (@narendramodi) April 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার বিষয়ে মোদি বলেছেন, "গত 8 বছরে মেডিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দ্রুত রূপান্তর ঘটেছে ৷ বহু নতুন মেডিক্যাল কলেজ এসেছে ৷ স্থানীয় ভাষায় মেডিসিন নিয়ে পড়াশোনায় সরকারের প্রচেষ্টার কারণে অগুন্তি তরুণ প্রার্থী তাঁদের ইচ্ছেপূরণ করতে পারবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.