ETV Bharat / bharat

Glider Crashes at Dhanbad: ধানবাদে বাড়িতে ভেঙে পড়ল গ্লাইডার, আহত দুই

author img

By

Published : Mar 23, 2023, 7:48 PM IST

Updated : Mar 23, 2023, 8:09 PM IST

ধানবাদে বাড়ির উপর ভেঙে পড়ল গ্লাইডার (Glider Crashes at Dhanbad) ৷ দুর্ঘটনায় আহত দুই৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু তদন্ত ৷

Glider Crashes at Dhanbad
Glider Crashes at Dhanbad

বাড়ির উপর ভেঙে পড়ল গ্লাইডার

ধানবাদ (ঝাড়খণ্ড), 23 মার্চ: গ্লাইডার বা ছোট বিমান ভেঙে দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের ধানবাদে (Glider crashes at Dhanbad Airport) ৷ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাড়ির উপর ওই গ্লাইডারটি আচমকাই ভেঙে পড়ে বলে স্থানীয়দের দাবি ৷ ওই গ্লাইডারের পাইলট গুরুতর আহত হয়েছেন ৷ এছাড়া আহত হয়েছেন এক শিশু ৷ সে স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাঁদের স্থানীয় আশরাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Two Seriously Injured) ৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শারীরিক অবস্থা গুরুতর ৷ তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷

Glider Crashes at Dhanbad
Glider Crashes at Dhanbad

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গ্লাইডারটি ধানবাদের বারওয়াডা এয়ারস্ট্রিপ থেকে উড়ান শুরু করেছিল বৃহস্পতিবার বিকেলে ৷ তার পর শহরের উপর দিয়ে ঘুরছিল ৷ আচমকাই সেটি ভেঙে পড়ে শহরের বিরসা মুণ্ডা পার্কের কাছের একটি বাড়িতে ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই ওই গ্লাইডারটি ভেঙে পড়ে ৷

Glider Crashes at Dhanbad
ধানবাদে বাড়িতে ভেঙে পড়ল গ্লাইডার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ শোনা যায় ৷ তার কিছুক্ষণের মধ্যেই গ্লাইডার ওই বাড়ির উপর আছড়ে পড়ে ৷ সঙ্গে এলাকার লোকজন ছুটে যান ৷ গিয়ে দেখেন ভিতরে আটকে একজন ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন ৷ তাছাড়া স্থানীয় এক শিশুও আহত হয়েছে এই দুর্ঘটনায় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷

Glider Crashes at Dhanbad
Glider Crashes at Dhanbad

কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়া গ্লাইডার দেখতে হাজির হন এলাকার অনেক মানুষ ৷ রীতিমতো ভিড় জমে যায় সেখানে ৷ অনেকে বিমানের ভেঙে যাওয়া টুকরো হাতে নিয়ে অবাক বিস্ময়ে দেখতেও থাকেন ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ তারা দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় স্থানীয় মানুষকে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শহরে আগে গ্লাইডার পরিষেবা ছিল ৷ মূলত প্রমোদ ভ্রমণের জন্য ওই গ্লাইডার ভাড়া করা হত ৷ পরে সেই পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ সম্প্রতি তা আবার শুরু হয়েছিল ৷ সাম্প্রতিক সময়ে ধানবাদের আকাশে গ্লাইডারের উড়ান দেখা গিয়েছে বারবার ৷ কিন্তু বৃহস্পতিবার বিকেলের দুর্ঘটনার পর এই পরিষেবা চালু থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: বিশাখাপত্তনমে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে 3, আহত আরও 5

Last Updated :Mar 23, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.