ETV Bharat / bharat

Teen Girl Stabbed to Death: হোটেলের ঘরে ছুরির আঘাতে তরুণীর মৃত্যু ! গ্রেফতার বন্ধু

author img

By

Published : Aug 10, 2023, 10:32 AM IST

Updated : Aug 10, 2023, 3:27 PM IST

Friend arrested in Woman Death case
ছুরিকাঘাতে তরুণীর মৃত্যুতে বন্ধু গ্রেফতার

Stabbed to Death in Hotel Room: হোটেলের ঘরে ডেকে 22 বছরের তরুণীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে ৷ অভিযুক্ত হোটেল কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ ৷

এর্নাকুলাম(কেরল), 10 অগস্ট: কোচিতে হোটেলের ঘরে ডেকে ছুরি দিয়ে আঘাত করে 22 বছরের তরুণীকে হত্যার অভিযোগ ৷ গ্রেফতার তরুণীর বন্ধু । জানা গিয়েছে, অভিযুক্ত ওই হোটেলেই কেয়ারটেকারের কাজ করেন ৷ ঘটনাটি বুধবার রাত 10টা 45মিনিট নাগাদ এর্নাকুলাম থানা এলাকার । মৃতের নাম রেশমা ৷ পেশায় ল্যাব অ্যাটেনডেন্ট রেশমা স্থানীয় চাঙানাসেরি এলাকার বাসিন্দা । অভিযুক্তের নাম নওশিদ। তিনি বালুসেরি এলাকার বাসিন্দা ৷

জানা গিয়েছে, সোশাল মিডিয়ার মাধ্যমে নওশিদ ও রেশমার পরিচয় হয় ৷ তারপর তাঁরা ভালো বন্ধু হয়ে ওঠেন । নওশিদ রেশমাকে ফোন করে তিনি যে হোটেলে কাজ করেন সেখানে এসে দেখা করতে বলেন ৷ সেই মতো নওশিদের সঙ্গে দেখা করতে হোটেলে পৌঁছন রেশমা ।

পুলিশ সূত্রে খবর, হোটেলের ঘরে তাঁদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ৷ সেই সময় নওশিদ রেশমার গলায় ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ । তাতে রেশমা গুরুতর জখম হন । হোটেলের আরেক কর্মচারী তরুণীকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন । এর্নাকুলাম উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ তবে তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

জানা গিয়েছে, রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ছিলেন নওশিদও । এরপর পুলিশের তাঁর উপর সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ নওশিদ পুলিশের কাছে স্বীকার করেন যে তিনি ওই তরুণীকে হত্যা করেছেন। তবে কী কারণে তাঁকে খুন করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: 13 বছরের কিশোরীকে অপহরণ করে 28 দিন ধরে গণধর্ষণ !

রেশমার দেহটি বেসরকারি হাসপাতাল থেকে এর্নাকুলাম জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । সেখানে ময়নাতদন্ত শেষে তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে । এদিকে, নওশিদকে আজ পুলিশের তরফে এর্নাকুলাম ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে । পুলিশ তাঁকে নিজেদের হেফাজত নিতে চেয়ে আবেদন জানাবে ৷ নওশিদকে জেরা করে পুলিশ হত্যার পেছনের কারণ জানতে চাইবে বলেই খবর ৷

Last Updated :Aug 10, 2023, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.