ETV Bharat / bharat

Sadhus Assaulted by Mob: ছেলেধরা সন্দেহে 4 সাধুকে মারধরের অভিযোগ, গ্রেফতার 6

author img

By

Published : Sep 14, 2022, 3:01 PM IST

Updated : Sep 14, 2022, 4:22 PM IST

Four Sadhus Assaulted By Mob on Suspicion of Being Child Lifters in Maharashtra
Four Sadhus Assaulted By Mob on Suspicion of Being Child Lifters in Maharashtra

শিশু চোর সন্দেহে (Suspicion of Being Child Lifters) উত্তরপ্রদেশের 4 সাধুকে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার লাভানা গ্রামে (Sadhus Assaulted By Mob) ৷ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে ৷ 6 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷

সাঙ্গলি (মহারাষ্ট্র), 14 সেপ্টেম্বর: ছেলেধরা সন্দেহে 4 সাধুকে গণপিটুনির অভিযোগ (Sadhus Assaulted By Mob) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার লাভানা গ্রামে ৷ সাধুদের মারধরের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ওই সাধুদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ মহারাষ্ট্র পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত সাধুদের মারধর এবং তাঁদের সম্মানহানির অভিযোগে 6 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে ওই 4 সাধু উত্তরপ্রদেশের ‘আখাড়া’র সদস্য ৷ তাঁরা কর্নাটকের বিজাপুর থেকে সাঙ্গলির মন্দিরনগরী পান্ধারপুরে যাচ্ছিলেন ৷ পথে লাভানার একটি মন্দিরে তাঁরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন ৷ সেখান থেকে গন্তব্যের রওনা দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি বালককে রাস্তা জিজ্ঞেস করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলেধরা সন্দেহে (Suspicion of Being Child Lifters) ঘিরে ধরে স্থানীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায় ৷

অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি তাঁদের একজনের আধার কার্ড দেখেন ৷ এর পরেই গাড়িতে বসে থাকা একসাধুকে টেনে নামানো হয় ৷ তাঁকে বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ ৷ এর পর বাকি তিন সাধুকেও গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় ৷ মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম ঘটনার নিন্দা করেছেন ৷ সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, মহারাষ্ট্র সরকার সাধুদের সঙ্গে এমন দুর্ব্যবহার কখনও মেনে নেবে না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: পালঘরের গণপিটুনির ঘটনায় ধৃত আরও 24

বিধায়ক রাম কদম 2020 সালের পালগড়ের ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের সময় পালগড়ে সাধুদের হত্যার ঘটনায় অবিচার করা হয়েছিল ৷ কিন্তু, বর্তমান সরকার সাধুদের সঙ্গে কোনও অবিচার মেনে নেবে না ৷’’ সাঙ্গলি পুলিশ এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ৷

Last Updated :Sep 14, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.