ETV Bharat / bharat

পালঘরের গণপিটুনির ঘটনায় ধৃত আরও 24

author img

By

Published : Oct 22, 2020, 2:25 PM IST

রাতে এক শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা ৷ এই এলাকার খুব কাছেই একটি আদিবাসী গ্রাম রয়েছে ৷ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়িতে হামলা চালায় গ্রামের লোকজন ৷

Palghar
পালঘরের গণপিটুনি

পালঘর, 22 অক্টোবর : মহারাষ্ট্রের পালঘরে গণপিটুনির ঘটনায় আরও 24 জনকে গ্রেপ্তার করল CID ৷ অভিযুক্তদের খুব শীঘ্রই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, এ-বছর 16ই এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকে দেশবাসী ৷ গুজবের জেরে চলে গণপিটুনি ৷ যার জেরে মৃত্যু হয় তিনজনের ৷ জানা গিয়েছে, একটি গাড়িতে সাধু কালপাভৃকশাগিরি মহারাজ (70) ও তাঁর সহযোগী সুশীল গিরি (35) যাচ্ছিলেন ৷ গাড়ি চালাচ্ছিলেন নিলেশ তেলগাডে (30) নামে এক যুবক ৷ গাড়িটি ধাবাড়ি-খানবেল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিল ৷ সূত্রের খবর, সুরাতে এক শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা ৷ এই এলাকার খুব কাছেই একটি আদিবাসী গ্রাম রয়েছে ৷ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়িতে হামলা চালায় গ্রামের লোকজন ৷ চলতে থাকে ইঁট ও পাথরের বৃষ্টি ৷ সূত্রের খবর, গাড়ি থেকে তিনজনকে বের করে গণপিটুনি দেওয়া হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ যদিও জনতার রোষের হাত থেকে রক্ষা পাননি পুলিশ কর্মীরাও ৷ এরপরেই পুলিশ ঘটনাস্থান থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার করে ৷ ঘটনায় প্রাথমিক ভাবে 30 জনকে গ্রেপ্তার করা হয় ৷ এদিন এই ঘটনায় নতুন করে 28 জনকে গ্রেপ্তার করা হয় ৷

এবিষয়ে এদিন CID এর আধিকারিক অমরুথ অধিকারি বলেন, "ঘটনায় এখনও পর্যন্ত মোট অভিযুক্তের সংখ্যা 336 ৷ যার মধ্যে জুভেনাইল রয়েছে 11 ৷ ঘটনায় এখনও পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের খুব শীঘ্রই আদালতে তোলা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.