ETV Bharat / bharat

বন্ধুত্ব প্রমাণে আত্মহত্যা ! দু'বছর আগের স্মৃতি উসকে বিহারে একসঙ্গে বিষ খেল চার বন্ধু, মৃত 1

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 2:16 PM IST

Suicide In Bihar: এ যেন 2 বছর আগের সেই ঘটনার অনুরূপ ৷ একসঙ্গে বিষ খেল চারটি মেয়ে ৷ তারা সকলেই পরস্পরের বন্ধু ৷ কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা জানে না পরিবারও ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

Etv Bharat
বন্ধুত্ব এমনও হয় !

ঔরঙ্গাবাদ, 27 নভেম্বর: দু'বছর আগের ঘটনার পুনরাবৃত্তি বিহারে ৷ গ্রামবাসীরাও হতবাক ৷ ফের ঔরঙ্গাবাদে একসঙ্গে বিষ খেল চারটি মেয়ে ৷ এর মধ্যে 2 জন সম্পর্কে পরস্পরের বোন ৷ একজনের মৃত্যু হয়েছে ৷ বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ তারা গয়া মগধ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷ ঠিক একই ঘটনা 2022 সালে ৷ ঔরঙ্গাবাদেরই 6 জন মেয়ে একসঙ্গে বিষ খেয়েছিল একইভাবে ৷ কিন্তু কেন?

প্রায় দেড় বছর আগে ঔরঙ্গাবাদের রফিগঞ্জ থানা এলাকার চিরাইলা গ্রামে এই ঘটনা ঘটেছিল ৷ যেখানে প্রেমিক অস্বীকার করায় একসঙ্গে 6 বন্ধু বিষ খেয়েছিলেন । যার মধ্যে 4 জনের মৃত্যুও হয় । নিহতদের মধ্যে এক মেয়ে তার ভাইয়ের শ্যালকের সঙ্গে প্রেম করত ৷ বন্ধুদের সামনে ছেলেটির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিল ৷ ছেলেটিকে বিয়ের জন্য চাপ দিয়েছিল কিন্তু ছেলেটি তাতে রাজি হয়নি ৷ এই ঘটনায় ব্যথিত হয়ে বিষ খায় মেয়েটি ৷ এরপর তার 5 বন্ধুও একে একে বিষ খায় ৷ তাতেই মৃত্যু হয়েছিল 4 জনের ৷ তাদেরও বয়স ছিল 18 বছরের কাছাকাছি ৷

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কুটুম্বা থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে ৷ 4 জন মেয়ে একসঙ্গে বিষ খাওয়ার ঘটনা জানাজানি হতেই হুলুস্থূল পড়ে যায় গ্রামে ৷ 4টি মেয়েরই বয়স 18 থেকে 20 বছরের মধ্যে ৷ বিষ খাওয়ার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা 4 জনকেই ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা মেয়েগুলির অবস্থা দেখে তাদের অন্য জায়গায় রেফার করে ৷ এরপর পরিবারের সদস্যরা 4 জনকেই গয়ার মগধ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে যাওয়ার পথেই মৃত্যু হয় একজনের ৷

একটি মেয়ের বাবার কথায়,"চারজনই বন্ধু ৷ তার মধ্যে আমার দুই মেয়ে আছে ৷ কেন এমন পদক্ষেপ নিল বুঝতে পারছি না ৷ কী খেয়েছে তাও বুঝতে পারছি না ৷" বর্তমানে চার বন্ধুর বিষ খাওয়ার ঘটনায় ফের আলোচনা শুরু হয়েছে এলাকায় ৷ নানা জল্পনা শুরু হয়েছে । তবে 12 ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার কারণ জানা যায়নি । পরিবারের সদস্যরাও কিছু বলতে পারছেন না । এই বিষয়ে ঔরঙ্গাবাদ সদর মহকুমা পুলিশ আধিকারিক আমানুল্লাহ খান বলেন,"মামলার তদন্ত চলছে । তদন্তের পর জানা যাবে মেয়েরা কোনও কারণে নাকি অজান্তে বিষ খেয়েছিল । একজনের মৃত্যু হয়েছে । তিন মেয়ের চিকিৎসা চলছে । তারা সুস্থ হওয়ার পরই কিছু তথ্য পাওয়া যাবে । বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে ৷"

আরও পড়ুন :

1 স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে, শেষে পণের জন্য জীবন খোয়ালেন যুবতি!

2 মারতে চেয়েছিলেন ভাইয়ের বউকে ! ভুল করে বিষ মেশানো আইসক্রিম খেয়ে মৃত্যু ভাইপোর

3 বিয়ে ভাঙতে চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যা যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.