ETV Bharat / bharat

যোগীর প্রাক্তন মুখ্যসচিব অনুপচন্দ্র পাণ্ডে দেশের নতুন নির্বাচন কমিশনার

author img

By

Published : Jun 9, 2021, 10:02 AM IST

অনুপ চন্দ্র পাণ্ডে
অনুপ চন্দ্র পাণ্ডে

দেশের নতুন নির্বাচন কমিশনার হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন আইএএস অনুপচন্দ্র পাণ্ডে ৷ এ বছর 12 এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা অবসরগ্রহণ করার পর তিন সদস্যের নির্বাচন কমিশনের পরিচালক দলে একটি পদ ফাঁকা ছিল ৷

নয়া দিল্লি, 9 জানুয়ারি : নির্বাচন কমিশনার হলেন অনুপচন্দ্র পাণ্ডে ৷ 1984-র এই আইএএস উত্তরপ্রদেশে কর্মরত ছিলেন, পরে অবসর নেন ৷ মঙ্গলবার দেশের আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি অনুপচন্দ্র পাণ্ডেকে নিযুক্ত করেছেন ৷ তবে 2024 সালে 65 বছর পূর্ণ হলে নির্বাচন কমিশনারের বয়সজনিত নিয়ম মেনে অবসর নেবেন তিনি ৷

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা 12 এপ্রিল অবসরগ্রহণ করেন ৷ পাণ্ডের নিয়োগের ফলে তিন সদস্যের নির্বাচন কমিশনের পরিচালক দল সম্পর্ণ হল ৷ বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আর অন্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ এবার এই তিন সদস্যের এই নির্বাচন কমিশন আগামী বছরে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর আর উত্তরাখণ্ডে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন পরিচালনা করবে ৷

আরও পড়ুন : চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি হবে 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের

1959-র 15 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন অনুপ ৷ 2019-র অগস্টে অবসরগ্রহণ করার আগে তিনি মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের অধীনে উত্তরপ্রদেশের মুখ্যসচিব হিসেবে কর্তব্য়রত ছিলেন ৷ এ ছাড়া তিনি যোগী রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কমিশনার হিসেবেও কাজ করেছেন ৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি রয়েছে, এমবিএ করেছেন আর প্রাচীন ইতিহাসে ডক্টরেট করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.