ETV Bharat / bharat

Rammohan Rao Passes Away: প্রয়াত রামোজি গ্রুপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আটলুরি রামমোহন রাও

author img

By

Published : Oct 22, 2022, 3:50 PM IST

Updated : Oct 22, 2022, 5:06 PM IST

Etv Bharat
Etv Bharat

1975 সালে ইনাডু দৈনিকের এমডি হিসাবে যোগ দেন আটলুরি রামমোহন রাও । তিনি রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওয়ের বাল্যবন্ধু (Atluri Rammohan Rao passes away) । হায়দরাবাদের এআইজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

হায়দরাবাদ, 22 অক্টোবর: প্রয়াত রামোজি গ্রুপের প্রাক্তন অধিকর্তা রামমোহন রাও । মৃত্যুকালে বয়স হয়েছিল 87 বছর । দীর্ঘদিন ধরে রামোজি গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি (Former MD of Ramoji Group) । রামমোহন রাও রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওয়ের বাল্যবন্ধু ।

আটলুরি রামমোহন রাও 1935 সালে কৃষ্ণা জেলার পেদাপারুপুদিতে জন্মগ্রহণ করেন । কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষক হিসেবে । জেলা পরিষদের স্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি । 1975 সালে ইনাডু দৈনিক সংবাদপত্রে যোগ দেন । তিন বছর পর, 1978 সালে সংস্থায় ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন । 1982 সালে ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন হন । 1992 সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলানোর পর যোগ দেন রামোজি ফিল্ম সিটি'তে । প্রথমদিকে সংস্থার প্রোডাকশন সংক্রান্ত কাজ দেখতেন তিনি । 1995 সালে ফিল্ম সিটি'র এমডি হিসেবে দায়িত্ব নেন ।

আরও পড়ুন: মার্গদর্শী চিটফান্ডের ছ'দশক পার, নতুন উচ্চতা ছুঁতে বদ্ধপরিকর রামোজি রাও

দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । সম্প্রতি অসুস্থতা বাড়ায় ভর্তি করা হয়েছিল হায়দরাবাদের এআইজি হাসপাতালে । সেখানেই শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । রামমোহন রাও'য়ের পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামিকাল সকাল দশটায় জুবিলি হিলসের মহাপ্রস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

Last Updated :Oct 22, 2022, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.