ETV Bharat / bharat

গণনার দিন সমর্থকদের সংযত থাকার নির্দেশ তেজস্বীর

author img

By

Published : Nov 9, 2020, 12:40 PM IST

বিহারে আগামীকাল ভোট গণনা । তার আগে দলীয় কর্মী-সমর্থকদের সংযত থাকার পরামর্শ দিলেন তেজস্বী যাদব ।

tejashwi yadav asks supporters to be vigilant
গণনার দিন সমর্থকদের সংযত থাকতে নির্দেশ তেজস্বীর

পটনা, 9 নভেম্বর : আগামীকাল বিহারে ভোট গণনা । তার আগে নিজের জন্মদিন নিয়ে বিশেষ উৎসাহ নেই RJD নেতা তেজস্বী যাদবের । তাঁর বাড়িতে আসতে সমর্থকদের নিষেধ করলেন । পাশাপাশি গণনার দিন সংযত থাকতে দলীয় কর্মী ও সমর্থকদের পরামর্শ দিলেন তিনি ।

আজ 31-এ পা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব । কিন্তু জন্মদিন অন্যদিনের মতো কাটাতে চান তিনি । প্রতি বছর এই বিশেষ দিনে দলীয় কর্মী ও সমর্থকরা তাঁর বাড়িতে আসেন । কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম । একে কোরোনা পরিস্থিতি, অন্যদিকে আগামীকাল বিহারে ভোট গণনা । দুইয়ের কারণে তেজস্বী গতকাল জানান, জন্মদিন পালন হবে সাধারণভাবে ।

  • राजद के सभी कार्यकर्ता स्मरण रखें-

    10 नवम्बर को चुनाव परिणाम कुछ भी हों उसे पूरे संयम, सादगी और शिष्टाचार से स्वीकारना है।

    अनुचित आतिशबाज़ी, हर्ष फायरिंग, प्रतिद्वंदियों अथवा उनके समर्थकों के साथ अशिष्ट व्यवहार इत्यादि किसी कीमत पर स्वीकार नहीं होगा।

    — Rashtriya Janata Dal (@RJDforIndia) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি গণনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম উত্তেজনা না ছড়ায় তার জন্য আর্জি জানান তিনি । বাজি পোড়ানো, বিরোধী দলের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে ।

এগজ়িট পোলের সমীক্ষা অনুযায়ী বিহারের নির্বাচনে এগিয়ে রয়েছেন মহাজোট । একথা জানার পর দলের কর্মী ও সমর্থকরা যাতে গণনার দিন কোনওরকম উত্তেজনার মধ্যে জড়িয়ে না পড়েন, তার জন্য আর্জি জানিয়েছেন তেজস্বী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.