ETV Bharat / bharat

Planet Parade: রাতের আকাশে 'প্যারেড' পাঁচ গ্রহের ! বিরল মুহূর্তের সাক্ষী থাকুন আপনিও

author img

By

Published : Mar 28, 2023, 8:17 PM IST

Updated : Mar 28, 2023, 8:26 PM IST

মঙ্গলবার রাতে এক বিরল মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ পাওয়া যাচ্ছে ৷ যাকে বলা হয়, প্ল্যানেট প্যারেড (Planet Parade) ৷ এদিন রাতে একই সরলরেখায় অবস্থান করছে পাঁচটি গ্রহ (Five Planets align Together) ৷

Five Planets align Together at Tuesday Night creates a rare phenomenon called Planet Parade
রাতের আকাশে বিরল দৃশ্য

হায়দরাবাদ, 28 মার্চ: চাইলে, এক বিরল মহাজাগতিক দৃশ্য়ের সাক্ষী হতে পারি আমরা ৷ যা দেখা যাবে মঙ্গলবার (আজ) রাতে ৷ মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার জন্য মহাকাশে একই সরলরেখায় অবস্থান করছে পাঁচটি গ্রহ (Five Planets align Together) ! এদিন রাতের আকাশে সেই দৃশ্য ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে ! কিন্তু, এই ঘটনাকে বিরল বলা হচ্ছে কেন ? জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুসারে, প্রতি বছরই গ্রহদের এই প্যারেড (Planet Parade) দেখা যায় ৷ তার মধ্যে বেশ কিছু ঘটনা খালি চোখেই দৃশ্যমান হয় ৷ কিন্তু, একসঙ্গে পাঁচটি গ্রহকে সচরাচর এভাবে এক সারিতে বড় একটা দেখা যায় না ৷ মঙ্গলের রাতে আকাশের দিকে তাকালে একই লাইনে পরপর দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাসকে ৷

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বীর বাহাদুর সিং তারামণ্ডলের প্রতিনিধি অমর পাল সিং এই প্রসঙ্গে জানান, মঙ্গলবার সূর্য পশ্চিম দিকে ঢলে পড়তেই আকাশে এই মহাজাগতিক ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে ৷ রাত যত গাঢ় হবে, এই দৃশ্যও তত বেশি স্পষ্ট হয়ে উঠবে ৷ আর যদি কারও কাছে টেলিস্কোপ থাকে, তাহলে তিনি আরও ভালো করে এই প্ল্যানেট প্যারেডের সাক্ষী হতে পারবেন ৷

অমর জানান, অন্যান্য দিনেও মাঝেমধ্য়েই একসারিতে দুই থেকে তিনটি গ্রহকে দেখতে পাওয়া যায় ৷ কিন্তু, বছরের একটি বিশেষ সময়েই কেবলমাত্র একসঙ্গে এতগুলি গ্রহকে এভাবে দেখতে পাওয়া যায় ৷ বাড়ির ছাদ থেকে চাঁদের দিকে তাকালেই মঙ্গলের রাতে এই দৃশ্য সকলে দেখতে পারবেন ৷ তবে, বাকি চারটি গ্রহকে স্পষ্টভাবে দেখা গেলেও ইউরেনাসকে খুঁজে পেতে হয়তো কিছু বেগ পেতে হতে পারে ৷

আরও পড়ুন: দূষণে উজ্জ্বল হচ্ছে রাতের আকাশ ! সমস্য়া বাড়ছে গবেষকদের

এদিন ভারতে সূর্যাস্ত হয় সন্ধে 6টা 36 মিনিটে ৷ সেই মুহূর্ত থেকে সন্ধে 7টা 15 মিনিট পর্যন্ত প্রাথমিকভাবে এই মহাজাগতিক দৃশ্য আকাশে ধরা পড়ে ৷ কিন্তু, এরপর সেই সারি থেকে বুধ ও বৃহস্পতি ক্রমশ ফিকে হতে হতে অদৃশ্য হয়ে যায় ৷ তবে, রাত 8টা 34 মিনিট থেকে 8টা 44 মিনিট পর্যন্ত শুক্র এবং ইউরেনাসকে আকাশে একই সরলরেখায় ফের দেখা যাবে ৷ এর আগে শেষবার আকাশে এই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল গত বছরের 24 জুন ৷ এরপর আবার 2024 সালের 8 সেপ্টেম্বর এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকার সুযোগ পাওয়া যাবে ৷

Last Updated : Mar 28, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.