ETV Bharat / bharat

Five dead after Well Sinks: কুয়োয় পড়ে গিয়েছিল ষাঁড়, উদ্ধার করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত 5

author img

By

Published : Aug 17, 2023, 10:51 PM IST

ষাঁড় উদ্ধার করতে গিয়ে কুয়োর ভিতরে চাপা পড়লেন 7 জন ৷ দু'জনকে উদ্ধার করা গেলেও 5 জনের মৃত্যু হয়েছে ৷ ঝাড়খণ্ডের সিলি থানা এলাকার পিসকা গ্রামের ঘটনা ৷ কুয়োর ধারের মাটি ধসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
কুয়োয় পড়ল 7 জন

রাঁচি, 17 অগস্ট: কুয়োয় পড়ে গিয়ে চাপা পড়ল আটজন ৷ এর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় পাঁচজনের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচি থেকে 70 কিমি দূরে অবস্থিত সিলি থানা এলাকার পিসকা গ্রামে ৷

এই বিষয়ে সিলি থানার ইনচার্জ আকাশদীপ জানান, কুয়োতে প্রথমে 8 জন পড়ে গিয়েছিলেন ৷ সেখান থেকে গ্রামবাসীরা একজনকে উদ্ধার করে এরপর রাঁচি থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে আরও দু'জনকে উদ্ধার করে ৷ তবে বাকি পাঁচজনকে উদ্ধার করা যায়নি ৷ কুয়োর ভিতরেই মৃত্যু হয় তাঁদের ৷

জানা গিয়েছে, গ্রামের মধ্যে অবস্থিত একটি কুয়োয় ষাঁড় পড়ে গিয়েছিল ৷ দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করতে কুয়োয় নামেন চারজন গ্রামবাসী ৷ বাকি চারজন বাইরে থেকে কিছু জিনিস দিয়ে ষাঁড়টিকে তুলে আনার চেষ্টা করছিলেন ৷ সেই সময় কুয়োর মাটি ধসে যায় ৷ তখন তাতেই চাপা পড়ে যান সকলে ৷ এখনও পর্যন্ত স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোমর পর্যন্ত মাটিতে চাপা পড়ে থাকা এক ব্যক্তিকে নিরাপদে বের করা হয়েছে ৷ তবে এরই মধ্যে অন্ধকার নেমে যাওয়ার জন্য উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে ৷

আরও পড়ুন : ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু ! পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার দেহ

বিষয়টি বিশদে জানতে ইটিভি ভারত ফোনে সিলি বিধানসভার আজসুর বিধায়ক সুদেশ মাহাতোর সঙ্গে কথা বলে ৷ তিনি বলেন," ডুমরিতে নির্বাচনী সভায় ঘটনার খবর পেয়েছি ৷ ঘটনাস্থলে যাচ্ছি ৷ ওখানে পৌঁছনোর পরই বলা যাবে কী ক্ষতি হয়েছে ৷ স্থানীয়দের কথায় জানা গিয়েছে, ষাঁড়টিকে তোলার জন্য 4 জন লোক কুয়োর মধ্যে নেমেছিলেন ৷ আর বাকিরা দড়ি দিয়ে ষাঁড়টিকে কুয়োর উপরে তোলার জন্য চেষ্টা করছিলেন ৷ তখনই আচমকা কুয়োর মাটি ধসে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে 300 ফুট গভীর কুয়োতে আড়াই বছরের শিশু কন্যা, চলছে উদ্ধারকাজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.