ETV Bharat / bharat

5 Minor Drowned: খেলতে গিয়ে পুকুরে নামতেই এক মুহূর্তে শেষ! জলে ডুবে প্রাণ গেল পাঁচ শিশুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 6:17 PM IST

একসঙ্গে মিলে খেলতে গিয়েছিল ৷ তারপরই পুকুরে নামাই কাল হল! জলে ডুবে মৃত্যু হল চার নাবালিকা-সহ এক নাবালকের ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের কৈমুর এলাকায় ৷ কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার ৷

পাঁচজনের প্রাণ যাওয়ায় শোকস্তব্ধ গোটা গ্রাম
5 Minor Drowned While Bathing

কৈমুর (বিহার), 13 নভেম্বর: একসঙ্গে গিয়েছিল খেলতে, কে জানত আর হবে না ঘরেফেরা ৷ গ্রামের পাঁচ বন্ধু মিলে খেলতে গিয়ে পুকুরে নামতেই ডুবে প্রাণ গেল বছর দশ, এগারোর নাবালক-নাবালিকার ৷ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের কৈমুর জেলার রামপুর ব্লকের ধবপোখর গ্রামে ৷ পাঁচজনের প্রাণ যাওয়ায় শোকস্তব্ধ গোটা গ্রাম ৷

তবে গ্রামবাসীরা জানাচ্ছেন, তারা খেলতে গিয়ে পুকুরে নামলই বা কেন ৷ আর কীভাবেই বা পুকুরে নেমে ডুবে গেল ৷ তবে পুলিশের তরফেও একই কথা বলা হয়েছে যে, শিশুরা কীভাবে পুকুরে ডুবে মারা গেল তা এখনও জানা যায়নি।

কী ঘটে এদিন? পাঁচজনের ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে জাল দিয়ে পুকুর থেকে দেহগুলি উদ্ধার করেন ৷ মৃতদেহগুলো উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন নাবালক-নাবালিকার পরিবারের সদস্য-সহ গোটা গ্রাম ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় ভবুয়া সদর হাসপাতালে পাঠায়। কীভাবে এমন ঘটনা ঘটল এদিকে তার তদন্ত শুরু করেছে পুলি । মৃত নাবালক-নাবালিকাদের বয়স 12, 11, 10 ও 9 বছর ৷

ভবুয়া জেলা পরিষদের সদস্য বিকাশ সিং ওরফে লাল্লু প্যাটেল দুর্ঘটনাস্থলে পৌঁছন ৷ তিনি বলেন, "ওই বাচ্চারা ফকিরানা পুকুরের পাশে খেলতে গিয়েছিল ৷ এরপরই হয়তো ওরা স্নান করতে নামে ৷ আর তাতেই বিপত্তি! পুকুরে ডুবে ওদের মৃত্যু হয় ৷ পরে আশেপাশের গ্রামবাসীরা খবর দেন সাবর থানায়। অনেক চেষ্টার পর সকলের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ভবুয়া সদর হাসপাতালে পাঠিয়েছে ৷" ঘটনায় জেলা পরিষদের সদস্য বিকাশ সিং, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেন ৷

আরও পড়ুন:

  1. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  2. হায়দরাবাদে রাসায়নিক গোডাউনে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু
  3. পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে সংঘর্ষ, মৃত 3 বাইক আরোহী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.