ETV Bharat / bharat

Cow Hostel in Madhya Pradesh: গরুদের জন্য তৈরি হচ্ছে হস্টেল, হবে গবেষণা ও প্রজনন

author img

By

Published : Jul 5, 2023, 10:14 PM IST

Cow Hostel in Madhya Pradesh ETV BHARAT
Cow Hostel in Madhya Pradesh

গরুদের জন্য হস্টেল তৈরি করছে মধ্যপ্রদেশের সাগর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷ কেন্দ্রীয় পশুখাদ্য মন্ত্রকের সঙ্গে চুক্তিতে এই হস্টেল তৈরি করা হচ্ছে ৷ যেখানে গরুদের পঞ্চগব্য নিয়ে হবে গবেষণা ৷ সঙ্গে প্রজননের ব্যবস্থাও ৷

সাগর (মধ্যপ্রদেশ), 5 জুলাই: গরুদের জন্য হস্টেল ৷ হ্যাঁ, মধ্যপ্রদেশের সাগর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই হস্টেল তৈরি করা হচ্ছে ৷ আর এই পুরো বিষয়টিতে কেন্দ্রীয় পশুখাদ্য মন্ত্রকের সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালেয়র ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷ কর্তৃপক্ষ এই হস্টেল শুধু গরুদের রাখার জন্য তৈরি করছে না ৷ এই বিভাগে ডেয়ারি ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন কোর্স চালু করা হয়েছে এই শিক্ষাবর্ষ থেকে ৷ যেখানে গরুদের নিয়ে গবেষণা ও তাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে ৷ আর এই পূর্ণাঙ্গ প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কামধেনু পীঠ’ ৷

মধ্যপ্রদেশের সবচেয়ে পুরনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হল, ড. হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় ৷ যা সাগর বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত ৷ আর এরাই প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে চলেছে, যেখানে গরুদের নিয়ে গবেষণা, সংরক্ষণ, প্রচার ও প্রজনন হবে ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে 2021 সালের নভেম্বর মাসে এ নিয়ে চুক্তি সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এই ‘কামধেনু পীঠ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ প্রায় শেষের পথে ৷ এমনকি এই হস্টেল তৈরির জন্য জমির অনুমতিও পেয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷

আর সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, পড়ুয়াদের জন্য যেমন হস্টেল রয়েছে ৷ তেমনি গরুদের জন্যও এমন হস্টেল আরও তৈরি করতে হবে ৷ আর এই কামধেনু পীঠ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়কে বিশাল এলাকা নিয়ে জমি দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ সেই ক্যাম্পে গরুদের নিয়ে গবেষণা ও তাদের প্রজননের জন্য সবরকম সুযোগ-সুবিধা থাকবে ৷ গবেষণার অত্যাধুনিক সামগ্রী থাকবে বিশ্ববিদ্যালয়ের ওই কামধেনু পীঠ ক্যাম্পাসে ৷

আরও পড়ুন: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মামলা ! আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

আর এই সাগর বিশ্ববিদ্যালয়ের ডেয়ারি ইঞ্জিনিয়ারিং বিভাগে মূলত ‘পঞ্চগব্য’ নিয়ে গবেষণা করা হবে ৷ অর্থাৎ, গরুর দুধ, গো-মূত্র, গোবর, ঘি ও দই নিয়ে গবেষণা করবেন গবেষকরা ৷ পুরো বিষয়টি পশুখাদ্য মন্ত্রকের সহায়তায় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ইনচার্জ বিবেক জয়সওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.