ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর

author img

By

Published : Oct 4, 2021, 10:48 AM IST

Updated : Oct 4, 2021, 1:16 PM IST

Lakhimpur Kheri Case
লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর

আন্দোলনরত কৃষকদের পক্ষ থেকে থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 4 অক্টোবর : লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনি ও তাঁর ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ আন্দোলনরত কৃষকদের পক্ষ থেকে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের পাশাপাশি আরও বেশ কয়েকজনেরও এফআইআর তালিকায় নাম আছে বলে জানা গিয়েছে ৷ উত্তরপ্রদেশের মুখ্যসচিব অবনীশ কুমার অবস্থি এই খবরের সত্যতা স্বীকার করেছেন ৷ তবে কোন ধারায় মামলা রুজু হয়েছে তা জানা যায়নি ৷

লখিমপুর খেরির জেলাশাসক অরবিন্দ চৌরাশিয়া বলেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনি ও তাঁর ছেলের বিরুদ্ধে কৃষকদের তরফ থেকে আমরা একটি চিঠি পেয়েছি ৷ সেই চিঠিতে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা ও মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে ৷"

আরও পড়ুন : lakhimpur kheri case : লখিমপুর যাওয়ার পথে গ্রেফতার প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে এদিন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ গোটা ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ ঘটনায় মোট 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণকুমার সিং৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

Last Updated :Oct 4, 2021, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.