ETV Bharat / bharat

Farmer Becomes Crorepati: টমেটো বিক্রি করে কোটিপতি হিমাচলের কৃষক !

author img

By

Published : Jul 18, 2023, 11:09 PM IST

ETV Bharat
বিহারের প্রফেশনাল তিন ডাকাতকে যাবজ্জীবন সাজা

মহার্ঘ টমেটো ৷ ইতিমধ্য়ে বেশ কিছু জায়গায় টমেটোর দাম কেজি প্রতি 200-250 টাকা ছুঁয়েছে ৷ টোমেটো বিক্রি করে কোটি পতি হিমাচলের কৃষক জয়রাম ৷ সত্যি অবিশ্বাস্য...

মান্ডি, 18 জুলাই: বাজারে একসময়ে অবহেলায় অনাদরে পড়ে থাকা টমেটো বর্তমানে মহার্ঘ ৷ প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে টমেটোর দাম ৷ দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে টমেটোর দাম ৷ কোথাও 150 টাকা কেজি, কোথাও 200 টাকা কেজি আবার কোথাও 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো ৷ দামের ঠেলায় আমআমির হেঁশেল থেকে রোঁস্তোরা রান্নাঘর, বার্গার সব জায়গা থেকেই উধাও হয়ে গিয়েছে টমেটো ৷ তবে একেই বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ ৷ টমেটোর আগুন ছোঁয়া মূল্য বৃদ্ধিতে অবশ্য় কৃষকরা যে লাভবান হয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা ৷ এই মরশুমে টমেটো বিক্রি করে 1 কোটি 10 লক্ষ টাকা আয় করেছেন হিমাচল প্রদেশেরল মান্ডি এলাকার এক কৃষক জয়রাম ৷

হিমাচল প্রদেশের মান্ডি এলাকার বলহ (Balh vally) উপত্যকার কৃষক জয়রাম কোটিপতি হয়ে গিয়েছেন শুধু টমেটো চাষ করে ৷ কীভাবে? 67 বছর বয়সী জয়রাম সাইনি বলেন, "তিনি বিগত পাঁচ দশক ধরে টমেটো চাষ করছেন, কিন্তু এবার বাজারে তিনি টমেটোর যে দাম পেয়েছেন তা আগে কখনও পাননি ৷ চলতি মরশুমে 8 হাজার 300 ক্রেট টমেটো বিক্রি করেছেন ৷ যারক মূল্য 1 কোটি 10লক্ষ টাকা ৷ এই কৃষকের দুই ছেলে সতীশ এবং মনিশ ৷ সতীশ স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক ৷ তবে তাঁরা দু‘জনেই চাষের কাজে সাহায্য করেন তাদের বাবাকে ৷ সতীশ এই বছর টমেটোগুলি দিল্লির আজাদপুর মান্ডিতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন ৷ সেখান থেকেই বিপুল পরিমাণ আয় বলে জানান সতীশ ৷

আরও পড়ুন : 51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

চলতি বছরে হঠাৎ কেন এত মহার্ঘ হল সব থেকে সস্তার সবজিটি ৷ তার ব্যাখ্যা করতে গিয়েই কৃষক জয়রাম জানান, আবহাওয়া খারাপ থাকার কারণেই টমেটোর এই মূল্যবৃদ্ধি ৷ গত বছর 10 হাজার ক্রেট টমেটো বিক্রি করে মাত্র 55 লক্ষ টাকা আয় হয়েছিল ৷ এই বছর মাত্র 8 হাজার 300 ক্রেট টমেটো বিক্রি করে তিনি কোটি পতি ৷ তিনি আরও জানান, এই বছর 60 বিঘা জমিতে 10 কেজি টমেটোর বীজ ছড়িয়ে ছিলেন ৷ এখনও পর্যন্ত 8300 ক্রেট টমেটো বিক্রি করেছেন ৷ বাকি 500 ক্রেট টমেটো মজুত করেছেন ৷ যদিও খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু টমেটো নষ্ট হয়ে গিয়েছে ৷ তা না-হলে চলতি বছরে 12 হাজার ক্রেট টমেটো বিক্রি করতে পারতেন তিনি ৷

আরও পড়ুন : চুরি যাওয়ার আশঙ্কা, টমেটো রক্ষায় বাউন্সার মোতায়েন সবজি বিক্রেতার

জয়রামকে দেখে অনেক কৃষকই টমেটো চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন ওই কৃষক ৷ এক কোটি টাকার টমেটো বিক্রি করে এলাকায় বেশ পরিচিত হয়ে গিয়েছেন এই কৃষক ৷ এই বিপুল টাকা দিয়ে তিনি আপাতত একটি নতুন ট্রাক্টর ওবেশ কিছু চাষের যন্ত্রপাতি কিনতে চান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.