ETV Bharat / bharat

কোভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের রিপোর্ট নিয়ে আজই বিশেষজ্ঞ কমিটির বৈঠক

author img

By

Published : Jun 22, 2021, 3:47 PM IST

expert panel meets today to discuss on covaxin phase 3 trial data
কোভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের রিপোর্ট নিয়ে আজই বিশেষজ্ঞ কমিটির বৈঠক

কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে কী তথ্য উঠে এল, সেই রিপোর্ট ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই কে জমা দিয়েছে ভারত বায়োটেক ৷ তার পরই এই বৈঠক হতে চলেছে ৷

নয়াদিল্লি, 22 জুন : কোভ্যাকসিনের (Covaxin) তৃতীয় দফার ট্রায়াল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI) এর কাছে জমা দিল ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ এই নিয়ে আজ, মঙ্গলবারই ডিসিজিআই-এর এসইসি বা সাবজেক্ট এক্সপার্ট কমিটির বৈঠকে বসার কথা ৷ তবে কোনও স্বীকৃত জার্নালে এই তথ্য পুরোপুরি প্রকাশিত হয়নি এখনও ৷

এদিকে বুধবার কোভ্যাকসিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ৷ ওই বৈঠক হবে ভারত বায়োটেক এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার (World Health Organization) একটি কমিটির সঙ্গে ৷ যার নাম ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইউজ লিস্টিং বা ইইউএল (EUL) ৷ মূলত, ভ্যাকসিনকে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিনের ছাড়পত্রের জন্যই ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : 3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও

জানা গিয়েছে, যে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে ভারত বায়োটেককে এই নিয়ে আবেদন করতে হবে ৷ সেটার জন্য কী কী নিয়ম আছে, সেটা আগে থেকে জেনে নিতেই এই বৈঠকের আয়োজন ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) থেকে এই ছাড়পত্র আদায় করতে পারলে ভারত বায়োটেক তাদের তৈরি কোভ্যাকসিন বিদেশে রফতানি করতে পারবে ৷ আবার ভারতে যাঁরা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁরা সহজে বিদেশে যেতে পারবেন ৷ কারণ, বিশ্বস্বাস্থ্য সংস্থা ছাড়পত্র দেয়নি বলে এখনও পর্যন্ত বিদেশের সরকারগুলি কোভ্যাকসিন আপত্তি বজায় রেখেছে ৷

আরও পড়ুন : করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের

গত মার্চে ভারত বায়োটেক কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের প্রাথমিক তথ্য প্রকাশ করেছিল ৷ সেখানে দেখা গিয়েছিল যে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোভ্যাকসিন 81 শতাংশ কাজ করে ৷ আর হাসপাতালে ভর্তির ঝুঁকিও 100 শতাংশ কমিয়ে দিতে পারে ৷

এদিকে কোভ্যাকসিনের আরও একটি ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে ৷ এই ট্রায়াল চলছে 2 থেকে 18 বছর বয়সীদের উপর ৷ কারণ, করোনার (Covid-19) তৃতীয় দফার সংক্রমণে শিশুদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : দু'হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.