ETV Bharat / bharat

Cash for Query Row: শুনানি শেষ, মহুয়াকে নিয়ে রিপোর্ট বানাতে 7 নভেম্বর বৈঠক বসছে এথিক্স কমিটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 7:44 PM IST

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় রিপোর্ট তৈরি করতে 7 নভেম্বর বৈঠকে বসছে লোকসভার এথিক্স কমিটি ৷

ETV Bharat
মহুয়া মৈত্র

নয়াদিল্লি, 5 নভেম্বর: ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে লোকসভার এথিক্স কমিটি ৷ ইতিমধ্যেই মহুয়াকে ডেকে 2 নভেম্বর তাঁর সঙ্গে কথা বলেছে এথিক্স কমিটি ৷ যদিও সেই শুনানিতে কমিটির চেয়ারম্যান বিনোদ কুমার সোনকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে, শুনানি চলাকালীন ওয়াকআউট করে বেরিয়ে আসেন মহুয়া ৷ এর আগে মহুয়ার বিরুদ্ধে অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয়অনন্ত দেহাদ্রাইকে ডেকে পাঠিয়েও তাঁদের বক্তব্য শুনেছে এথিক্স কমিটি ৷ দু'পক্ষের বক্তব্য শোনার পর এবার মহুয়াকে নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়ে চলেছে কমিটি ৷ তার আগে রিপোর্ট তৈরির জন্য আগামী 7 নভেম্বর বৈঠকে বসবে এথিক্স কমিটি ৷

উল্লেখ্য, 15 সদস্যের এই এথিক্স কমিটিতে সংখ্যাগুরু বিজেপি সাংসদরা ৷ মনে করা হচ্ছে তৃণমূল সাংদের বিরুদ্ধে কড়া রিপোর্ট দিতে পারে এই কমিটি ৷ 2 নভেম্বরের শুনানির পর মহুয়া এই কমিটির চেয়ারম্যান সোনকারের বিরুদ্ধে ব্যক্তিগত প্রশ্ন করার যে অভিযোগ তুলেছেন, তারপর এই রিপোর্টে কমিটি কী সুপারিস করে সেদিকে নজর থাকবে সকলের ৷ শুনানিতে তাঁকে কেমন প্রশ্ন করা হয়েছিল সেই প্রসঙ্গে বলতে গিয়ে মহুয়া জানিয়েছেন তাঁর "মৌখিক বস্ত্রহরণ" হয়েছে বৈঠকে ৷ মহুয়া মৈত্রের বক্তব্যকে সমর্থন করে 2 তারিখ এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধী পক্ষেরও একাধিক সাংসদ ৷

আরও পড়ুন: 'কৃষ্ণ আসবেন না তাই দ্রৌপদী নিজের হাতে অস্ত্র তুলে নাও', নির্ভয়া-অস্ত্রে এথিক্স কমিটিকে তোপ মহুয়ার

মহুয়ার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এই বিষয়টি নিয়ে গত মাসে দুবে চিঠি লেখেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে ৷ এরপরেই এই অভিযোগের তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি ৷ দুবের অভিযোগ, হিরানন্দানি শিল্পগোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে তাদের থেকে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে মহুয়া জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা ৷ তিনি আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন করেছেন বলে, তাঁকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.