ETV Bharat / bharat

ESIC to cover gig, platform workers: গিগ-প্ল্যাটফর্ম কর্মীরাও পাবেন ইএসআইসি-র সুবিধে: শ্রমমন্ত্রী

author img

By

Published : Mar 15, 2022, 4:51 PM IST

গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদেরও কভার করবে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স স্কিম (ESIC to cover gig, platform workers) ৷ সংসদে জানালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব (Labour Minister Bhupendra Singh Yadav) ৷

esic-to-cover-gig-platform-workers-Bhupendra Singh yadav
গিগ-প্ল্যাটফর্ম কর্মীরাও পাবেন ইএসআইসি-র সুবিধে: শ্রমমন্ত্রী

নয়াদিল্লি, 15 মার্চ: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স স্কিমের আওতায় গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের বিরাট বড় কভারেজ (ESIC to cover gig, platform workers) দেবে সরকারের আনা সামাজিক সুরক্ষা কোড ৷ সংসদে এ কথা জানালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব (Labour Minister Bhupendra Singh Yadav)৷

জিরো আওয়ারে আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রণের প্রশ্নের জবাব দিয়ে শ্রমমন্ত্রী (government will grant comprehensive coverage under ESIC scheme) বলেন, ‘‘সামাজিক সুরক্ষা কোডে ইএসআইসি-র সুযোগ আরও কী ভাবে বাড়ানো যায়, সেই প্রচেষ্টাই চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷’’

2017 সালের জানুয়ারি মাসে সরকার ঘোষণা করে, ইএসআইসি চালিত দেড় হাজারেরও বেশি ক্লিনিক ও হাসপাতালের কর্মীদের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার মাত্রা আরও বাড়ানো হচ্ছে ৷ এর ফলে মাসে 15,000 টাকা থেকে 21,000 টাকা পর্যন্ত মজুরির কর্মীরা এই সুবিধে পেতে পারেন ৷ এই মজুরি 21,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করার দাবি জানান প্রেমচন্দ্রন ৷

আরও পড়ুন: PM Modi on Dynasty Politics : বিজেপিতে পরিবারতন্ত্রের কোনও জায়গা নেই, সংসদীয় দলের বৈঠকে বার্তা মোদির

তিনি এই প্রসঙ্গ তুললে সংসদে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেন, ‘‘ইএসআইসি সরকারের সেরা প্রকল্পগুলির মধ্যে অন্যতম ৷ এর ফলে সুবিধেভোগীরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পেতে পারেন ৷ এই প্রকল্পের আওতায় সামাজিক সুরক্ষা কোড বাস্তবায়িত হওয়ার পর, শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই নন, অসংগঠিত ক্ষেত্র, গিগ (ESIC to cover gig) ও প্ল্যাটফর্মের কর্মীরাও এই প্রকল্পের কভারেজ পেতে পারেন ৷’’ ইএসআইসি-র ক্যাপাসিটি বিল্ডিং-এর জন্য শ্রমমন্ত্রক বিভিন্ন কমিটিও গঠন করেছে বলে জানান ভূপেন্দ্র যাদব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.