ETV Bharat / bharat

National Herald Case: রাজধানীতে ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল ইডি

author img

By

Published : Aug 3, 2022, 6:28 PM IST

Updated : Aug 3, 2022, 7:27 PM IST

Etv BharED Seals National Herald Officeat
Etv Bharরাজধানীতে ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল ইডিat

সোনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় ৷ যার মধ্যে ছিল ন্যাশনাল হেরাল্ডের দফতর এবং তাদের প্রকাশনা সংস্থার কার্যালয়ও ৷ আর তল্লাশির পরদিনই অফিস সিল করল ইডি (Enforcement Directorate seals National Herald office) ৷

নয়াদিল্লি, 3 অগস্ট: আর্থিক তছরুপের মামলায় বিগত কয়েকবছর ধরেই শিরোনামে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র ৷ আর সেই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির নাম যুক্ত হওয়ায় অভিঘাত আরও বেশি ৷ বুধবার রাজধানী নয়াদিল্লিতে সেই ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate seals National Herald office) ৷ সিল করা হয়েছে সংস্থার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালসের দফতরও ৷

আরও পড়ুন: জেরার তৃতীয় দিন ! প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে সোনিয়া

সাম্প্রতিক সময়ে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সভানেত্রীকে তিনদিনে 12 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পুত্র রাহুল গান্ধির ক্ষেত্রে সংখ্যাটা পাঁচদিনে 55 ঘণ্টা ৷ তদন্তকারীরা জানিয়েছেন, সোনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার 12টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ যার মধ্যে ছিল ন্যাশনাল হেরাল্ডের দফতর এবং তাদের প্রকাশনা সংস্থার কার্যালয়ও ৷ আর তল্লাশির পরদিনই অফিস সিল করল ইডি ৷ ইডি-র তরফ থেকে জানানো হয়েছে, ইডি আধিকারিকদের অনুমতি ছাড়া পুনরায় কোনওভাবেই ন্যাশনাল হেরাল্ডের দফতর খোলা যাবে না ৷

এদিকে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী ৷ যাকে 'রহস্যজনক' আখ্যা দিয়ে টুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং পুত্র রাহুলকে সমনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সাম্প্রতিক অতীতে ৷ সেই বিক্ষোভ দমনে রাজধানীতে এআইসিসি সদর দফতরের বাইরে বড় সংখ্যায় মোতায়েন হয়েছিল পুলিশ ৷ ক্ষোভ উগড়ে দিয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ এদিন সেই পুলিশি মোতায়েন আরও বাড়ানো হয়েছে ৷

  • Delhi Police blocking the road to AICC Headquarters has become a norm rather than an exception! Why have they just done so is mysterious… pic.twitter.com/UrZCNigNHy

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) August 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা টুইটে এদিন লেখেন, "এআইসিসি সদর দফতরের রাস্তা বন্ধ করে দেওয়া যেন আজকাল দিল্লি পুলিশের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে ৷ ওরা যেটা করছে সেটা রহস্যজনক ছাড়া আর কিছুই নয় ৷"

Last Updated :Aug 3, 2022, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.