ETV Bharat / bharat

ভারতে এলি লিলি-এর ওষুধ ব্যবহারে ছাড়পত্র

author img

By

Published : Jun 1, 2021, 3:58 PM IST

আমেরিকার ওষুধ সংস্থা এলি লিলি-এর ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার ৷ তবে তা জরুরি ভিত্তিতে ৷

এলি লিলি-র ছাড়পত্র ভারতে
এলি লিলি-র ছাড়পত্র ভারতে

নিউ দিল্লি, 1 জুন : দেশে হালকা থেকে মাঝারি কোভিড-19 সংক্রমণের ক্ষেত্রে মার্কিন ওষুধ সংস্থা এলি লিলি -এর অ্যান্টিবডি ওষুধকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

ভারতে এই কোম্পানির তরফে জানানো হয়েছে মনোক্লোনাল আর এটিসিভিম্যাবকে শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যবহার করা যাবে ৷

ভারতে এই ওষুধের ব্যবহার আরও বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.