ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:53 AM IST

Updated : Dec 10, 2023, 8:04 AM IST

Etv Bharat
উত্তরপ্রদেশের বরেলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু 8 জনের

Terrible Road Accident in UP: উত্তরপ্রদেশের বরেলিতে একটি পথ দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের ৷ তার মধ্যে একটি শিশুও রয়েছে ৷ এখনও পর্যন্ত পুলিশ নিহত তিনজনকে শনাক্ত করেছে ।

বরেলি, 10 ডিসেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক শিশু-সহ আটজনের ৷ শনিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বরেলির নৈনিতাল হাইওয়েতে ৷ সেখানেই একটি গাড়ির টায়ার ফেটে যায় ৷ এরপরই তা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে ৷ তৎক্ষণাৎ গাড়িটিতে আগুন ধরে যায় ৷ দুর্ঘটনার সময় গাড়ির দরজা বন্ধ ছিল ৷ যার ফলে ভিতরে থাকা এক শিশু-সহ আটজন গাড়ির ভিতরেই ঝলসে মারা যায় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসএসপি বরেলি, আই বরেলি রেঞ্জ-সহ একাধিক থানার পুলিশ ৷ গাড়ি থেকে সব মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । এখনও পর্যন্ত পুলিশ নিহত তিনজনকে শনাক্ত করেছে । ডাম্পার আরোহীরা কেউ আহত হননি । জানা গিয়েছে, ভজিপুরা থানা এলাকার নৈনিতাল-বরেলি হাইওয়ে দিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বরেলি ফিরছিলেন তারা । পথে গাড়ির টায়ার ফেটে যায় । এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে ডাম্পারের সঙ্গে ধাক্কা খায় । দুটি গাড়ির সংঘর্ষে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে । গাড়ির চাকার ঘষা ও সংঘর্ষের কারণে গাড়িটিতে আগুন ধরে যায় ৷

সেই সময় গাড়ির সব দরজা বন্ধ ছিল । গাড়িতে থাকা আটজনই জীবন্ত দগ্ধ হন । নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে । গাড়ি ও ডাম্পারে প্রবল আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় । পুলিশ ফায়ার ব্রিগেডের সহায়তায় অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ।

জানা গিয়েছে, গাড়িটি বাহেরি থানা এলাকার নারায়ণ নাগলার বাসিন্দা ফুরকান বুক করেছিলেন । তাঁরা বরেলি থেকে বাহেরিতে ফিরছিলেন । পথে এই দুর্ঘটনা ঘটে । ঘটনার পর থেকে ডাম্পার চালক পলাতক । এসএসপি বরেলি ধুলে সুশীল চন্দ্রভান জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত সকলেই বরেলি শহরের ফাহাম লন থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বেহারিতে বাড়ি যাচ্ছিলেন । নিহত আরিফ নামের একজনের বিয়ে হয়েছিল মাত্র 8 দিন আগে । খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় । শনাক্তকরণের কাজ চলছে । নিহতদের মধ্যে ফুরকান, আরিফ ও আসিফকে শনাক্ত করেছে পুলিশ । সকলেই বেহারী থানা এলাকার জামনগরের বাসিন্দা ।

আরও পড়ুন :

1 শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা! ট্র্যাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3

2 ওসির গাড়ির ধাক্কায় প্রাণ গেল কনস্টেবলের, থানায় অভিযোগ পরিবারের

3 কানে ফোন নিয়ে রেললাইন ধরে হাঁটাই কাল হল! ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক

Last Updated :Dec 10, 2023, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.