ETV Bharat / bharat

Heavy Rain in Telangana: নাগাড়ে ভারী বৃষ্টির জের, আজ থেকে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তেলাঙ্গানায়

author img

By

Published : Jul 11, 2022, 10:08 AM IST

Updated : Jul 11, 2022, 10:29 AM IST

Telangana rain
ভারি বৃষ্টির জেরে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ তেলাঙ্গানায়

টানা 10 দিনেরও বেশি সূর্যের মুখ দেখেনি তেলাঙ্গানা(Telangana)৷ ক্রমাগত বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা ৷ লাল সতর্কতা জারি হয়েছে রাজধানী হায়দরাবাদ-সহ বিভিন্ন শহর এবং জেলায় ৷

তেলাঙ্গানা, 11 জুলাই: টানা বৃষ্টিতে বিপর্যস্ত তেলাঙ্গানার একাধিক জেলা ৷ আগামী দু'দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া দফতর ৷ মাত্রাতিরিক্ত বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন । পরিস্থিতি আঁচ করে সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷

রবিবার প্রগতি ভবনে একটি পর্যালোচনা বৈঠক ডেকে তিনি রাজ্যের জলাধার, নদীগুলির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন ৷ ভারী বৃষ্টির জেরে সেগুলি কী অবস্থায় রয়েছে, সে সম্পর্কে খবরাখবর নেন ৷ একইসঙ্গে উচ্চ পদস্থ আধিকারিকদের বন্যাপ্রবণ ও নিচু এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা

মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিদ্যুৎ, পঞ্চায়েত, রাস্তা ও ভবন নির্মাণ বিভাগ, পুলিশ, মেডিক্যাল ও শিক্ষা বিভাগকে সতর্ক করার পাশাপাশি পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ৷ এছাড়াও মুখ্যমন্ত্রী পরিবহণ দফতরকে রাস্তায় যানজট নিয়ন্ত্রণের নির্দেশ দেন ৷ কন্ট্রোল রুম খোলার পাশাপাশি সব বিভাগকে মানুষের কাজকর্মের উপর অনবরত নজর রাখতে বলা হয়েছে ৷

ইতিমধ্যেই নিজামাবাদ, ভূপালাপ্পাল্লি, কোঠাগুডেম এই তিন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ লাল সতর্কতা জারি হয়েছে এইসব জেলাগুলিতে । পাশাপাশি রেড অ্যালার্ট জারি রয়েছে নিজামাবাদ, নির্মল, আদিলাবাদ এবং নিজামের শহর তথা রাজধানী হায়দরাবাদেও ৷ বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে হুসেন সাগর, হিমায়াত সাগর এবং উসমান সাগরে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন : জমা জলে ডুবল স্কুলবাস, উদ্ধার 25 জন পড়ুয়া; দেখুন সেই ভিডিয়ো

Last Updated :Jul 11, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.