ETV Bharat / bharat

Father Killed Son: ধারালো অস্ত্র দিয়ে একরত্তি ছেলেকে গলা কেটে খুন করল বাবা

author img

By

Published : Jul 26, 2023, 11:06 PM IST

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরে ৷ মদ্যপ অবস্থায় বাবা তিন বছরের ছেলেকে গলা কেটে খুন করল ৷ বর্তমানে আসামি পলাতক ৷ খোঁজ চালাচ্ছে পুলিশ।

Father Killed Son
একরত্তি ছেলেকে গলা কেটে খুন করল বাবা

সমস্তিপুর, 26 জুলাই: বাবা ও মা'র ঝগড়ার জেরে প্রাণ দিতে হল তিন বছরের একরত্তিকে ৷ ঘটনাটি বিহারের সমষ্টিপুর জেলার মহিউদ্দিননগর থানার ভাদাইয়া গ্রামের।মদ্যপ অবস্থায় বাবা ছেলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করল ৷ ছেলেকে মেরে ফেলার পর বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

ঘটনাপ্রসঙ্গে জানা গিয়েছে, ভাদাইয়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর শিশুটি ছটফট করতে থাকে ৷ বাচ্চাটিকে গুরুতর অবস্থায় প্রতিবেশীরা স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। জানা গিয়েছে এদিন স্ত্রী'র সঙ্গে ঝগড়া হয় স্বামীর ৷ বাবা কুন্দন সাহনি মঙ্গলবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রীর কাছে 100 টাকা চেয়েছিলেন। যার জেরে দু'জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷

আরও পড়ুন: পুত্রসন্তানের জন্ম দিতে অপারগ স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা স্বামীর

এসময় কুন্দন স্ত্রী’কে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর জন্য তেড়ে আসে। তা দেখে স্ত্রী পালিয়ে যায় ৷ এরপরই কুন্দন পাশে ঘুমিয়ে থাকা ছেলের ওপর হামলা চালায় ৷ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয় ৷ তারপরই সেখান থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বাচ্চাকে ওই অবস্থায় দেখে চমকে যান ৷ মা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে দেন। তাঁর কান্নার আওয়াজ শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে দ্রুত শিশুটিকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে শিশুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা একরত্তিকে অন্যত্র রেফার করেন। রাস্তাতেই তার মৃত্যু হয়। শিশুর মৃ্ত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া ৷ এনিয়ে মোহিউদ্দিন নগর থানার পুলিশ আধিকারিক বলেন, "টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরপরই এই ঘটনা ঘটে। দেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তার খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন: বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য দত্তপুকুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.