ETV Bharat / bharat

Gold Smuggling Syndicate: সাত বিদেশি-সহ সোনা পাচার চক্রের 10 কারবারি ধৃত, উদ্ধার 51 কোটির সোনা

author img

By

Published : Feb 21, 2023, 10:56 PM IST

ETV Bharat
উদ্ধার হওয়া তরল সোনা

বিহারের পাটনা ও মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে অভিযান চালিয়ে প্রায় 101.7 কিলো সোনা উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনয়েলিজেন্স (DRI raids) ৷

পাটনা, 21 ফেব্রুয়ারি: বিহারের পাটনা ও মহারাষ্ট্রের একাধিক শহরে হানা দিয়ে একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পরিকল্পনা ভেস্তে দিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনয়েলিজেন্স বা ডিআরআই (DRI) ৷ অপারেশন গোল্ড ডন (Operation Gold Dawn) নামের এই বিশেষ অভিযানে মঙ্গলবার বাজেয়াপ্ত হয়েছে প্রায় 101.7 কিলো সোনা ৷ যার বাজার দর 51 কোটি টাকা ৷

ডিআরআই এর হাতে ধরা পড়েছে এই পাচার চক্রের 10 কারবারিও৷ ধৃতদের মধ্যে 7 জন সুদানের নাগরিক, বাকিরা ভারতীয় ৷ বিপুল পরিমাণ সোনা ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নগদ অর্থও ৷ এরমধ্যে রয়েছে 74 লক্ষ মূল্যের বিদেশি মুদ্রা ও 63 লক্ষ টাকা ৷ বিহারের পাটনায় এই আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যে দলটি ধরা পড়েছে, তাদের কাছ থেকে 37 কিলো সোনা উদ্ধার হয়েছে ৷ 40টি প্যাকেটে সেগুলি রাখা ছিল ৷ এখানে ধৃত 3 জনই সুদানের নাগরিক ৷ পাটনা স্টেশন থেকে তাদের ধরে ডিআরআই ৷ বাকিরা ধরা পড়েছে মহারাষ্ট্রে (DRI recovered more than 1 quintal gold) ৷

জানা গিয়েছে, এদিন বিহারের পাটনা, মহারাষ্ট্রের পুনে ও মুম্বইয়ে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রথমে পাটনায় আসত এই সোনা পাচারকারীরা ৷ তারপর, ট্রেন ও বিমানে সেগুলি পাচার করা হত ৷ যে সোনা এদিন উদ্ধার হয়েছে, তা তরল রূপেই ছিল বলে ডিআরআই সূত্রে খবর ৷ যদিও বিষয়টি নিয়ে ডিআরআই-এর সরকারি বিবৃতি আসা বাকি ৷

আরও পড়ুন : কুকুর হইতে সাবধান! 4 বছরের খুদেকে খুবলে মারল পথ কুকুরের দল

তবে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন এই অভিযান চালানো হয় ৷ আরও জানা গিয়েছে, ধৃত পাচারকারীদের মধ্যে মহিলারাও আছে ৷ ধৃতদের জেরা করে তদন্তকারীরা এই চক্রের পান্ডাদের খোঁজ পেতে চাইছেন ৷ ভারতের আর কোথায় কোথায় এই পাচার চক্রের ঘাঁটি রয়েছে, বাইরে কোন কোন দেশে এই সোনা পাচার করা হয় তাও জানতে চাইছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.