ETV Bharat / bharat

Cracks at Doda: ধসের কবলে বাড়িতে ফাটল ! তড়িঘড়ি জম্মু-কাশ্মীরের ডোডা জেলা পরিদর্শনে ভূতত্ত্ববিদরা

author img

By

Published : Feb 4, 2023, 12:48 PM IST

Updated : Feb 4, 2023, 1:49 PM IST

Jammu and Kashmir
ডোডা জেলা

ধস নেমেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৷ তার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ঘরবাড়ি ৷ জম্মুর পূর্বে অবস্থিত এই জেলায় পৌঁছলেন প্রশাসনিক কর্তারা, সঙ্গে ছিলেন ভূতত্ত্ববিদেরা (Doda DM inspects spot GSI team conduct studies) ৷

ডোডো (জম্মু ও কাশ্মীর), 4 ফেব্রুয়ারি: উপত্যকার ডোডা জেলায় ধস ৷ শনিবার জম্মুর পূর্বপ্রান্তের এই এলাকাটি পরিদর্শনে আসেন ডোডা জেলা প্রশাসন ৷ প্রশাসনিক কর্তাদের সঙ্গে ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এখানে ধস নামে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে তাড়াতাড়ি সেখানে জিএসআইয়ের বিশেষজ্ঞদের পাঠায় সরকার ৷ 21টি নির্মাণকার্যে ধসের প্রভাব পড়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তা ও জিএসআই দল ৷ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দলটি এখানে ভূপ্রাকৃতিক অবস্থাও (Topography) পর্যবেক্ষণ করেছে ৷ এসডিএম জানিয়েছেন, ভূতত্ত্ববিদের দলটি এ বিষয়ে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দেবে ৷

শুক্রবার ডোডার থাতরি (Thathri of Doda) অঞ্চলের ঘরবাড়িতে ফাটল ধরে ৷ স্বভাবতই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ জানা গিয়েছে, প্রায় 50 টি বাড়িতে চিড় ধরেছে ৷ এই ঘটনায় এলাকাবাসীর জীবন ও তাঁদের জীবিকা কতটা সুরক্ষিত তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ৷ স্থানীয়রা জানিয়েছেন, অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কী কারণে এই ধস নামল, তা জানা যায়নি ৷ তবে কাছাকাছি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল ৷ সেই কারণে এমন আচমকা ধস বলে অভিযোগ এলাকাবাসীর ৷

  • J&K | A team of scientists from geological Survey of India visited Doda to analyse the Joshimath-like situation there where some houses have developed cracks. pic.twitter.com/EHh6hL7McY

    — ANI (@ANI) February 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জোশীমঠে ধসের কারণে ত্রাণ শিবিরে পাত্রের পরিবার, বিয়ে হল মন্দিরে

পুরো জায়গা ঘুরে দেখে ডোডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আথার আমিন বলেন, "শুক্রবার 21টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আজ সকালে আমরা পর্যবেক্ষণে গিয়েছিলাম ৷ যে জায়গাটিতে ধসের প্রভাব পড়েছে, তার আয়তন আজ একই আছে ৷" এসডিএম জানান, ডোডার ডেপুটি কমিশনার এবং কয়েকজন উচ্চাধিকারিক এই ঘটনার উপর নিয়মিত নজর রাখছেন ৷ সেখান থেকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অন্যত্র নিরাপদ ক্যাম্পে এবং টেন্টে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞের একটি দল জায়গাটি পরিদর্শন করেছেন ৷ তবে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করা সম্ভব নয় ৷ তাই পুরো গ্রামটিকেই সরিয়ে নিয়ে যেতে হবে ৷ ডেপুটি কমিশনার এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ জারি করেছেন ৷

ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি বলেন, "এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ সরকার এবং প্রশাসন এই ঘটনায় নজর রাখছে ৷ এ বিষয়ে বিজ্ঞানীদের পরামর্শ অনুসরণ করা হবে ৷"

আরও পড়ুন: মাটি ফুঁড়ে আগুন, ভেঙে পড়ছে বাড়ির দেওয়াল; রানিগঞ্জে জোশীমঠের আতঙ্ক

Last Updated :Feb 4, 2023, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.