ETV Bharat / bharat

Derek on Unparliamentary Words: "...আমায় সাসপেন্ড করুন", সংসদের অসাংবিধানিক শব্দতালিকাকে চ্যালেঞ্জ ডেরেকের

author img

By

Published : Jul 14, 2022, 12:17 PM IST

Suspended TMC RS MP Derek O Brien
রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েন

2021-এ শীতকালীন অধিবেশনের শেষ দিকে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ আসছে বাদল অধিবেশন ৷ অসাংবিধানিক শব্দগুচ্ছ দিয়ে আক্রমণ করা যাবে না সরকারকে (Derek on Unparliamentary Words) ৷ কী বললেন সাসপেন্ড হওয়া সাংসদ ?

নয়াদিল্লি, 14 জুলাই: নতুন অসাংবিধানিক শব্দের তালিকা নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বিরোধীদের ভাষা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে সংসদ ৷ 18 জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন ৷ তার আগে দীর্ঘ অসাংবিধানিক শব্দের তালিকার একটি বই প্রকাশ করেছে লোকসভা সেক্রেটারিয়েট ৷ এবার থেকে এই শব্দগুলি সংবিধানের কোনও কক্ষেই ব্যবহার করতে পারবেন না সাংসদেরা (TMC RS MP Derek O'Brien challenges unparliamentary words before Monsoon Session) ৷

ইতিমধ্যেই প্রতিবাদে টুইট করেছেন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর সঙ্গে গলা মেলালেন শীতকালীন অধিবেশনের শেষে সাসপেন্ড হওয়া ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি টুইটে লিখেছেন, "কয়েকদিনের মধ্যেই অধিবেশন শুরু হবে ৷ সাংসদদের কণ্ঠরোধের নির্দেশিকা জারি হয়েছে ৷ এবার সংসদে বক্তৃতা দেওয়ার সময় 'অ্যাশেমড', 'অ্যাবিউসড', 'বিট্রেড', 'কোরাপ্ট', 'হিপোক্রেসি', 'ইনকমপিটেন্ট'-এর মতো এই প্রাথমিক শব্দগুলো আমাদের বলতে করতে দেওয়া হবে না ৷ আমি এই সব শব্দগুলো ব্যবহার করব ৷ আমাকে সাসপেন্ড করুন ৷ আমি গণতন্ত্রের জন্য লড়ছি ৷"

আরও পড়ুন: অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

প্রসঙ্গত উল্লেখ্য, 2021-এ গ্রীষ্ম, বাদল এবং শীতকালীন অধিবেশনে প্রায়শই সংসদের দুই কক্ষ বিরোধীদের সমালোচনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ মাঝে মাঝেই অধিবেশন মুলতুবি ঘোষণা করতে হয়েছিল ৷ বাদল অধিবেশন চলাকালীন কক্ষের মধ্যে হিংসাত্মক আচরণের অভিযোগে শীতকালীন অধিবেশনের শুরুতেই 12 জন বিরোধী দলের সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৷ সেই তালিকায় ছিলেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন এবং শান্তা ছেত্রী ৷ একুশের শীতকালীন অধিবেশনের পুরো সময়টাই তাঁরা সাসপেন্ড ছিলেন ৷ এর বিরুদ্ধে লোকসভার সামনে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হন সাসপেন্ড হওয়া সাংসদরা ৷

  • Session begins in a few days

    GAG ORDER ISSUED ON MPs.

    Now, we will not be allowed to use these basic words while delivering a speech in #Parliament : Ashamed. Abused. Betrayed. Corrupt. Hypocrisy. Incompetent

    I will use all these words. Suspend me. Fighting for democracy https://t.co/ucBD0MIG16

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বছর শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল 23 ডিসেম্বর ৷ তার আগে 22 তারিখই অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয় ৷ তার একদিন আগে অর্থাৎ 21 ডিসেম্বর সাসপেন্ড হন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷

  • The last time I got suspended from RS was when govt. was BULLDOZING #FarmLaws

    We all know what happened after that.

    Today, suspended while protesting against BJP making a mockery of #Parliament and BULLDOZING #ElectionLawsBill2021

    Hope this Bill too will be repealed soon

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ উঠেছিল ৷ নির্বাচন আইন সংশোধনী বিল 2021 (Election Laws (Amendment) Bill 2021) নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সন সস্মিত পাত্রর (Sasmit Patra) দিকে রুলবুক ছুড়ে মারেন তিনি ৷ তারপরই শীতকালীন অধিবেশনের বাকি সময় থেকে সাসপেন্ড করা হয় ডেরেককে ৷ এ নিয়ে টুইটারে প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ লিখেছিলেন, "শেষবার যখন আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম তখন বুলডোজার চালিয়ে কৃষি আইন পাস করিয়েছিল সরকার ৷ আমরা সবাই জানি এরপর কী হয়েছিল ? আজ সংসদকে উপহাসের পর্যায়ে নিয়ে গিয়ে একইভাবে বুলডোজার চালিয়ে নির্বাচন আইন সংশোধনী বিল পাশ করানো হয়েছে ৷ আশা করছি এই আইনও দ্রুত প্রত্যাহার করা হবে ৷" ফের সাসপেনশনের ভয় উড়িয়ে হুমকি রাজ্যসভার সাংসদের ৷

আরও পড়ুন: সংসদে বিরোধীদের কণ্ঠে বেড়ি, নিষিদ্ধ শব্দগুচ্ছ টুইট করে আক্রমণ মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.