ETV Bharat / bharat

TMC Criticises PM Modi: 'কী ভাবেন আপনি নিজেকে'? মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ ডেরেকের

author img

By

Published : Jul 31, 2023, 8:51 PM IST

Updated : Jul 31, 2023, 11:03 PM IST

ETV Bharat
ফাইল ছবি

Derek o'brien Attacks Narendra Modi: মণিপুর ইস্যুতে সোমবারও উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ ৷ মুলতবি হয়ে যায় অধিবেশন ৷ এদিনও সংসদে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা ৷

নয়াদিল্লি, 31 জুলাই: সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে ৷ অধিবেশনের শুরু থেকেই বিরোধী 'ইন্ডিয়া' জোট মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে সরব হয়েছে ৷ এই ইস্যুতেই এবার প্রধানমন্ত্রী বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালো তৃণমূল কংগ্রেস ৷ সোমবার নরেন্দ্র মোদিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন ৷ এদিন জওহরলাল নেহেরু, রাজীব গান্ধি, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংয়ের মতো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রসঙ্গ উল্লেখ করে মোদিকে একহাত নেন ডেরেক ৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নিজেকে কী ভাবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সংসদের বাইরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ ডেরেক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী কী ভাবেন আপনি নিজেকে? পণ্ডিত নেহেরু রাজ্যসভায় এসে জরুরি বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংও রাজ্যসভায় এসে আলোচনায় অংশ নিয়েছিলেন ৷ বোফর্স নিয়ে অভিযোগের সময় রাজীব গান্ধি সাহস দেখিয়েছিলেন রাজ্যসভায় এসে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার ৷ কিন্তু আপনার এত উদ্ধত্য, আপনার হৃদয় এতই কঠিন যে মণিপুর নিয়ে সংসদে আলোচনা করতে আসছেন না ৷"

  • #WATCH | TMC MP Derek O'Brien says, "We want a detailed discussion on the Manipur issue. Our delegations have gone to Manipur. It is a very serious issue, why can't the Prime Minister come? We are all ready to discuss Manipur" pic.twitter.com/JYXVsJxbAi

    — ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর

উল্লেখ্য, পরিস্থিতি খতিয়ে দেখতে শনি ও রবিবার মণিপুর গিয়েছিল বিরোধী 'ইন্ডিয়া' জোটের 21 জনের প্রতিনিধি দল ৷ দলের সদস্যরা ফিরে এসে এদিন সংসদে নিজেদের মধ্যে আলোচনায় বসে ও বিরোধী নেতৃত্বকে মণিপুর পরিস্থিতি ব্যাখ্যা করে ৷ বিরোধী জোটের দাবি, মণিপুর নিয়ে তারা সংসদের কার্যবিধির 267 ধারায় পূর্ণ সময়ের আলোচনা চায় এবং সেই আলোচনায় প্রধানমন্ত্রীকে অংশ নিতে হবে ৷ বাকি সব বিষয়ে আলোচনা বন্ধ করে ইমার্জেন্সি রুলের আওতায় মণিপুর নিয়ে দ্রুত সংসদে আলোচনা শুরু করতে হবে, এটাই দাবি বিরোধীদের ৷

আরও পড়ুন: 'মন' নয় মোদির থেকে 'মণিপুর কি বাত' শুনতে চায় 11 বছরের কাঙ্গুজাম

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন তিনি মণিপুর নিয়ে সংসদে আলোচনায় অংশ নিতে রাজি ৷ সরকার পক্ষ সোমবারও জানায়, তারা এদিনই মণিপুর নিয়ে আলোচনায় রাজি ৷ কিন্তু ডেরেকদের দাবি, দেড়-দু'ঘণ্টার আলোচনায় তাঁরা রাজি নন ৷ প্রধানমন্ত্রীকে এসে এই নিয়ে বিস্তৃত আলোচনায় অংশ নিতে হবে ৷ উল্লেখ্য, মণিপুর ইস্যুতে সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে লোকসভায় ৷ চলতি বা আগামী সপ্তাহে এই নিয়ে আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ তবে নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করেনি লোকসভার সচিবালয় ৷

Last Updated :Jul 31, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.